কুয়াকাটায় ধানখেত থেকে ড্রোন উদ্ধার

উদ্ধারকৃত ড্রোন। ছবি: স্টার

পটুয়াখালীর কুয়াকাটা এলাকার ধানখেত থেকে অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরাসহ একটি ড্রোন উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।

গতকাল সোমবার সন্ধ্যায় ড্রোনটিকে দেখার পর লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে আজ মঙ্গলবার মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ড্রোন উদ্ধারের বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং এর ভেতরে থাকা মেমোরি কার্ড খতিয়ে দেখার জন্য পুলিশের সাইবার এক্সপার্টদের কাছে পাঠানো হবে।’

‘এটি কী কাজের জন্য ব্যবহার করা হয়েছিল, সে ব্যাপারেও আমরা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব’, যোগ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ড্রোনটি লতাচাপলী ইউনিয়নের লক্ষ্মীপাড়া গ্রামের ধানখেতে গতকাল সন্ধ্যায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লাকে খবর দেয়। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান সেটি উদ্ধার করে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

এদিকে, উদ্ধারকৃত ড্রোনটির মালিকানা দাবি করেছেন কলাপাড়ার পায়রা বন্দরে কর্মরত বেলজিয়ামের নাগরিক মাইকেল।

ওই বেলজিয়ামের নাগরিকের বরাত দিয়ে পুলিশ জানায়, গভীর সমুদ্রে জাহাজের গতিবিধি পর্যবেক্ষণের জন্য ড্রোনটি ব্যবহার করা হতো বলে মাইকেল পুলিশকে জানিয়েছেন। ড্রোনটি পরীক্ষামূলকভাবে উড়ানোর সময় যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে পড়ে গেছে বলে দাবি করেন তিনি।

তবে, মাইকেল এ বিষয়ে সাংবাদিকদের কাছে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।

Comments

The Daily Star  | English

CA approves draft Anti-Terrorism Ordinance

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

18m ago