টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, ওপেনিংয়ে সাদমানের বদলে সাইফ
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ একাদশে রাখা হয়েছে পাঁচ বিশেষজ্ঞ বোলার। এদের মধ্যে তিনজনই পেসার। ওপেনিংয়েও এসেছে বদল। সাদমান ইসলামের বদলে তামিমের সঙ্গী সাইফ হাসান।
পেস বান্ধব উইকেট হওয়ায় দলে পেসারদের প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছিলেন মুমিনুল হক। সেটাই হয়েছে। আবু জায়েদ রাহির সঙ্গে খেলছেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। দুই স্পিনার হিসেবে আছেন তাইজুল ইসলাম আর মেহেদী হাসান মিরাজ।
পাঁচ বিশেষজ্ঞ বোলার খেলানোয় বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে ওপেন করেছিলেন সাদমান ইসলাম। দ্বিতীয় টেস্টে চোটের কারণে তিনি বাদ পড়লে খেলানো হয় সৌম্য সরকারকে। এবার সাদমান ফিট থাকলেও তাকে বাইরে রাখা হয়েছে। সুযোগ পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান সাইফ হাসান।
শ্রীলঙ্কাও তাদের একাদশে রেখেছে তিন পেসার। তবে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে কেবল আছেন লেগ স্পিনার ওয়েইন্দু হাসারাঙ্গা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, লাহিরু থিরিমান্নে, ওসাদা ফার্নেন্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুন নিশানকা, নিরোশান ডিকভেলা, ওয়েইন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকলাম, বিশ্ব ফার্নেন্দো, লাহিরু কুমারা।
Comments