জর্জ ফ্লয়েডের হত্যাকারী পুলিশ দোষী সাব্যস্ত

Derek Chauvin
ছবি: বিবিসি থেকে নেওয়া

জর্জ ফ্লয়েডের হত্যা দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসের সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিন।

গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চৌভিনের বিরুদ্ধে আনা সব অভিযোগের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, এই হত্যার জন্যে চৌভিনকে অন্তত ১০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত কারাগারে থাকতে হতে পারে।

এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করে নিহত ফ্লয়েডের ভাই ফিলোনাইস ফ্লয়েড সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘এই দিনটি উদযাপনের দিন।’

তিনি আরও বলেছেন, ‘ডেরেক চৌভিন দোষী সাব্যস্ত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি।’

এই মামলার ফল নিয়ে তিনি বেশ চিন্তিত ছিলেন এবং নির্ঘুম অনেক রাত কাটিয়েছেন বলেও সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন।

ডেরেক চৌভিন দোষী সাব্যস্ত হওয়ার পর মিনিয়াপোলিসের পুলিশ প্রধান মেডারিয়া অ্যারাডোনডো বলেছেন, তিনি বিচারকদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।

পাশাপাশি তিনি এক লিখিত বার্তায় তার বাহিনীর সদস্যদের বলেছেন, ‘গত বছর খুবই কঠিন ও চ্যালেঞ্জিং ছিল। এমন পরিস্থিতিতে পুলিশ সদস্যরা আমাদের জনগণের প্রতি তাদের প্রাপ্য শ্রদ্ধা ও মর্যাদা দেখিয়ে সেবা দিয়েছেন।’

‘আমরা জানি, আমাদের জনগণ কষ্ট পেয়েছে। তাদের হৃদয় ভারাক্রান্ত। তারপরও বলবো, আমি আশাবাদী।’

সেই বার্তায় তিনি পুলিশ বাহিনীর সদস্যদের ধন্যবাদও জানিয়েছেন।

আরও পড়ুন:

জাস্টিস ফর ফ্লয়েড: উত্তাল মিনিয়াপোলিস, সিএনএনের সাংবাদিক আটক

শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলায় ‘হতাশ’ মার্কিন কূটনীতিক-কর্মকর্তারা

হত্যার দায়ে মার্কিন পুলিশ কর্মকর্তা আটক

জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে ৪ পুলিশ অফিসারের বিরুদ্ধে হত্যা মামলা

ফ্লয়েডের পরিবারকে ২ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দিয়ে মামলা নিষ্পত্তি

বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে জর্ডানের ১০০ মিলিয়ন পাউন্ড অনুদান

ফ্লয়েডের জন্যে সোচ্চার, আমার বাবা সাংবাদিক কাজলের জন্যে?

জর্জ ফ্লয়েড ও নিখিল তালুকদার হত্যার প্রতিবাদে ২৭ সংস্কৃতিজনের বিবৃতি

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

2h ago