পরিবহন শ্রমিকদের বাঁচান, ত্রাণ-রেশন দিন: যাত্রী কল্যাণ সমিতি
লকডাউনে কর্মহীন পরিবহন শ্রমিকদের জন্য ত্রাণ ও নামমাত্র মূল্যে রেশন বিতরণের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, দেশের পরিবহন খাতের ৯৮ শতাংশ চালক-শ্রমিকের নিয়োগপত্র ও সুনির্দিষ্ট বেতন নেই। অধিকাংশরাই দিন আনে-দিন খায়। বছরব্যাপী করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউনে গণপরিবহন বন্ধ ছিল। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গণপরিবহন চালুর কয়েক মাসের মাথায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আবারও লকডাউন দেওয়া হয়েছে।
এতে অনেক পরিবহন শ্রমিক আজ অনাহারে-অর্ধহারে দিনাতিপাত করছেন। মালিক-শ্রমিক সংগঠনগুলোও তাদের পাশে নেই। এই পরিস্থিতিতে অসহায় পরিবহন শ্রমিকদের জীবন বাঁচাতে ত্রাণ সহায়তা ও নামমাত্র মূল্যে রেশন দেওয়ার দাবি জানাচ্ছে যাত্রী কল্যাণ সমিতি। একইসঙ্গে মালিক ও শ্রমিক সংগঠন এবং শিল্পপতিদের অসহায় পরিবহন শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে— বলা হয় বিবৃতিতে।
Comments