ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: হামলার ‘পরিকল্পনাকারী’সহ গ্রেপ্তার ১১

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালের দিন জেলার পুলিশ লাইন্সে হামলার ঘটনার ‘পরিকল্পনাকারী’সহ আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ছবি: মাসুক হৃদয়/স্টার ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালের দিন জেলার পুলিশ লাইন্সে হামলার ঘটনার ‘পরিকল্পনাকারী’সহ আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই নিয়ে এখন পর্যন্ত জেলায় ৩২৮ জনকে গ্রেপ্তার করা হলো।

আজ বুধবার সকালে জেলা পুলিশের বিশেষ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইস উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, গতকাল মঙ্গলবার বিকেলে ও রাতে বিশেষ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে যুবদল নেতা ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা গ্রামের মিজানুর রহমানের ছেলে হাসমত খন্দকার (৪৯)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং পুলিশ লাইন্সে হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি।

গ্রেপ্তারকৃত বাকিরা হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাণ্ডবের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত যে ৩২৮ জনকে গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে ২৮৭ জন হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থক, ৩৮ জন বিএনপির নেতাকর্মী এবং তিন জন জামায়াত-শিবিরের কর্মী।

পুলিশ আরও জানিয়েছে, হেফাজতে ইসলামের আহ্বানে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি মাদ্রাসার ছাত্ররা গত ২৬ ও ২৮ মার্চ জেলা শহরসহ তিনটি উপজেলায় ব্যাপক হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতা চালায়।

তারা পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ লাইন্স, হাইওয়ে থানা, পুলিশ ফাঁড়ি, রেল স্টেশনসহ অন্তত ৫৮টি সরকারি-বেসরকারি স্থাপনাসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের বাড়িঘর ও অফিস ভাঙচুর করে এবং আগুন দেয়।

হামলার পর অজ্ঞাতনামা ৩৯ হাজার ও ৪১৪ জনের নাম উল্লেখ করে চারটি থানায় ৫৬টি মামলা করা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি, সরাইল থানায় দুটি ও আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা করা হয়।

পুলিশ ঘটনার সময় ধারণ করা স্থির চিত্র ও সিসিটিভি ক্যামেরা ফুটেজ যাচাই-বাছাই করে অভিযুক্তদেরকে শনাক্ত করছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন:

‘রণক্ষেত্র’ ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

১২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী রেল যোগাযোগ স্বাভাবিক

গ্যাস নেই ব্রাহ্মণবাড়িয়া শহরে, দুর্ভোগ সীমাহীন

ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ, রেলস্টেশন ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় মামলা ৩, আসামি ৬৫০০

ময়নাতদন্ত ছাড়াই দাফন ব্রাহ্মণবাড়িয়ায় নিহত আশিকের

সরাইলে ফাঁড়িতে হামলা, ১৫ পুলিশ সদস্য আহত

হরতাল চিত্র

ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানা ও পুলিশ লাইনে হামলা, গুলিতে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি অফিস, গণগ্রন্থাগার, আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে আগুন

ব্রাহ্মণবাড়িয়া: নিহত বেড়ে ৬ হেফাজতের হরতালে দোকান ও যান চলাচল বন্ধ

উচ্ছৃঙ্খলতা বন্ধ করুন, নইলে কঠোর অবস্থান নেবে সরকার: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যারিকেড: ঢাকা-চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী ট্রেন চলাচল বন্ধ

আবারও পোড়ানো হলো ‘সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন’

Comments

The Daily Star  | English

12th national elections: 731 of 2,716 nominations rejected

Nomination papers rejected mainly for three reasons, says EC joint secretary

2h ago