হেফাজত নেতা খুরশিদ আলম কাসেমী ও খেলাফত মজলিশ নেতা শারাফত হোসাইন গ্রেপ্তার
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিশের নায়েবে আমির মাওলানা খুরশিদ আলম কাসেমীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
এ ছাড়াও, বাংলাদেশ খেলাফত মজলিশের যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি শারাফত হোসাইনকেও গ্রেপ্তার করেছে ডিবি গুলশান বিভাগ।
আজ বিকাল ৪টায় রাজধানীর মোহাম্মদপুর থেকে খুরশিদ আলম কাসেমীকে এবং বিকাল ৫টায় শারাফত হোসাইনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার মাহবুব আলম খুরশিদ আলম কাসেমীর গ্রেপ্তারের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘২০১৩ সালে মতিঝিল শাপলাচত্বরে সহিংসতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
মুফতি শারাফত হোসাইনের গ্রেপ্তারের বিষয়টি ডিএমপি মিডিয়া সেন্টারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Comments