সাতক্ষীরায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

সাতক্ষীরার কালীগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মাদ্রাসা শিক্ষক আব্দুল মজিদ (৪২) কে গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দেলোয়ার হুসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃত মাদ্রাসা শিক্ষককে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওই শিক্ষার্থীর বাবা গতকাল সন্ধ্যায় মজিদের বিরুদ্ধে থানায় মামলা করেন বলে জানান ওসি।
পুলিশ জানায়, গত ১৭ এপ্রিল ওই ছাত্রীকে মাদ্রাসায় ডেকে আনেন ওই শিক্ষক। সেখানে ধর্ষণ করেন।
পরিবারের পক্ষ থেকে মামলার পর অভিযান চালিয়ে ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
Comments