বরিশালে গত ২৪ ঘণ্টায় ১৮৬ নমুনা পরীক্ষায় শনাক্ত ১০৭
বরিশালে করোনা শনাক্তের হার আশঙ্কজনকভাবে বৃদ্ধি পেয়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার রাত পর্যন্ত ১৮৬ জনের নমুনা পরীক্ষায় ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ১৮৬ জনের নমুনা পরীক্ষা হয়। গতকাল মঙ্গলবার রাতে পাওয়া রিপোর্ট অনুযায়ী, ১৮৬ জনের মধ্যে ১০৭ জনের নমুনা পজিটিভ পাওয়া গেছে এবং সংক্রমণের হার ৫৭ দশমিক ৫২ শতাংশ।
পিসিআর ল্যাবের ইনচার্জ অধ্যাপক ডা. আকবর হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, গত বছরের ৮ মে বরিশাল মেডিকেল কলেজে পিসিআর ল্যাব চালুর পর এটাই সর্বোচ্চ শনাক্তের হার।
ল্যাব সূত্র আরও জানায়, গত ১৯ এপ্রিলের রিপোর্টে ১৮৭ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা শনাক্ত হয় এবং সংক্রমণের হার ছিল শতকরা ২৭ দশমিক ২৭ ভাগ। ১৮ এপ্রিলের রিপোর্টে ১৮৫ জনের নমুনা পরীক্ষায় ৪২ দশমিক ১৬ ভাগ হারে ৭৮ জনের করোনা শনাক্ত হয়। ১৭ এপ্রিল ১৮৪ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের শনাক্ত হয়, যার শতকরা হার ৪৬ দশমিক ১৯ ভাগ এবং ১৬ এপ্রিলের রিপোর্টে ১৭৭ জনের নমুনা পরীক্ষায় ২৭ দশমিক ৬৮ ভাগ হারে ৪৯ জনের করোনা সংক্রমণ হয়।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ইনচার্জ ডা. মনিরুজ্জামান শাহীন জানান, এই ওয়ার্ডের ধারণ ক্ষমতা ১৫০ জন হলেও, গত এক সপ্তাহ ধরে ২০০ জনের কাছাকাছি রোগী ভর্তি হচ্ছে।
এখানে কোভিড সন্দেহভাজনদের অর্ধেকেরও পরীক্ষা করা হচ্ছে না বলে জানান তিনি।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগে সংক্রমণের হার দিন দিন বাড়ছে। মঙ্গলবার পর্যন্ত এখানে কোভিড-১৯ রোগী চিহ্নিত হয়েছে ১৩ হাজার ৬৩২ জন ও মারা গেছেন ২৪৪ জন।
Comments