যশোর জেলা পরিষদ মার্কেটে আগুন, পুড়েছে ২০ দোকান
যশোর শহরের টাউনহলের পাশে জেলা পরিষদ মার্কেটে আজ বৃহস্পতিবার ভোররাতে আগুনে অন্তত ২০টি দোকান পুড়ে গেছে।
যশোর দমকল বাহিনীর সহকারী পরিচালক কামালউদ্দিন ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সংবাদ পেয়ে চারটি টিম দুই ঘণ্টার চেষ্টায় ভোররাত পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।’
‘ঈদুল ফিতরকে সামনে রেখে দোকানিরা নতুন কাপড় তুলেছিলেন’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মার্কেটের পেছনে জেলা পরিষদের পাশ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
যশোর কোতোয়ালি খানার ওসি তাজুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, ‘দমকল বাহিনীর পাশাপাশি পুলিশের একাধিক টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।’
দোকান ব্যবসায়ী সমিতির সেক্রেটারি তারিক হাসান বিপুল ও সমিতির সভাপতি শহিদুল ইসলাম ডেইলি স্টারকে জানিয়েছেন, মার্কেটের পূর্ব পাশে অন্তত ২০টি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছেন তারা।
Comments