বাংলাদেশকে চূড়ায় নিয়ে যাচ্ছেন শান্ত-মুমিনুল

বৃহস্পতিবার পালেকেল্লেতে দ্বিতীয় দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২৮ ওভার। তাতে উঠেছে আরও ৭৬ রান। সব মিলিয়ে ২ উইকেটে ৩৭৮ রান দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ।
Mominul Haque and Najmul Hossain Shanto

আগের দিন যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হকের। শ্রীলঙ্কার বোলারদের আরও একটি সেশন উইকেটবিহীন রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা। তাদের ঝলকে প্রথম ইনিংসে বিশাল সংগ্রহের পথে আছে দল।

বৃহস্পতিবার পালেকেল্লেতে দ্বিতীয় দিনের প্রথম সেশনে  খেলা হয়েছে ২৮  ওভার। তাতে উঠেছে আরও ৭৬ রান। সব মিলিয়ে ২ উইকেটে ৩৭৮ রান দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। ১৫৫ রানে অপরাজিত আছেন শান্ত, অধিনায়ক মুমিনুল সেঞ্চুরি করে ব্যাট করছেন ১০৭ রানে। তৃতীয় উইকেট জুটিতে এসে গেছে ২২৬ রান।

আগের দিন বেশ এলোমেলো ছিলেন শ্রীলঙ্কান বোলাররা। ঠিক জায়গায় বল ফেলতে না পেরে মার খাচ্ছিলেন বেদম। এদিন শুরু থেকেই ভালো লেন্থে বল ফেলতে থাকলেন তারা। ফলে চেপেও ধরা গেল বাংলাদেশের ব্যাটসম্যানদের।

দুই অপরাজিত ব্যাটসম্যান মুমিনুল আর শান্ত সহজে রান আসছে না দেখে অস্থির হননি। ভালো বলের মর্যাদা দিয়েছেন সতর্ক অ্যাপ্রোচ। প্রথম ঘণ্টায় ১৩ ওভারে আসে তাই কেবল ৩১ রান।

প্রথম ঘণ্টা কাটিয়ে দেওয়ার পরই ডানা মেলতে শুরু করেন তারা। বাজে বল পেলেই মাঠ ছাড়া করেছেন। বোঝাপড়ায় প্রান্ত বদলে নিজেদের রেখেছেন সচল। শান্ত পেরিয়ে যান দেড়শো। মুমিনুল তুলে দেন দেশের বাইরে তার প্রথম সেঞ্চুরি। সব মিলিয়ে ১১তম টেস্ট সেঞ্চুরিতে পৌঁছাতে তার লেগেছে ২২৪ বল। ধনঞ্জয়া ডি সিলভাকে চার মেরে বাংলাদেশ অধিনায়ক দুহাত উঁচিয়ে ধরেন।

এই নিয়ে টানা দুটি সেশন উইকেটের দেখা পেল না স্বাগতিকরা। তাদের হতাশায় ডুবিয়ে তৃতীয় উইকেট জুটিতে এসে গেছে ২২৬ । তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ জুটির রেকর্ড (মুশফিক-মুমিনুলের ২৩৬)  গড়ারও খুব কাছে চলে গেছেন তারা।

সংক্ষিপ্ত স্কোর

(দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত)

বাংলাদেশ প্রথম ইনিংস : ১১৮ ওভারে ৩৭৮/২  (তামিম ৯০, সাইফ ০, শান্ত ব্যাটিং ১৫৫* , মুমিনুল ব্যাটিং ১০৭* ;  লাকমাল ০/৬১, বিশ্ব ২/৭৫, লাহিরু ০/৮২, ম্যাথিউস ০/১৪, ধনঞ্জয়া ০/৯৪, হাসারাঙ্গা ০/৪১ )

Comments

The Daily Star  | English
Bangladeshi migrant workers in gulf countries

Can we break the cycle of migrant exploitation?

There has been a silent consensus on turning a blind eye to rights abuses of our migrant workers.

7h ago