ঠিক সময়েই হবে রিয়াল-চেলসির সেমি-ফাইনাল!
ইউরোপিয়ান সুপার লিগ আয়োজনের ঘোষণা আসার পর থেকেই গুঞ্জনটা জোরালো হতে শুরু করে। 'বিদ্রোহী' এ লিগে যোগ দেওয়া ক্লাবগুলোকে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ থেকেই বহিস্কার করতে পারে উয়েফা। কিন্তু সে অবস্থান থেকে সরে আসছে সংস্থাটি। যথা সময়েই সেমি-ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বলেই ইঙ্গিত দিয়েছেন উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন।
চ্যাম্পিয়ন্স লিগের এবারের সেমি-ফাইনালে ওঠা চার দলের তিনটি দলই যোগ দিয়েছিল সুপার লিগে। চেলসি, ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। তবে এ লিগের মূল হোতা ছিলেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। যে কারণে তাদের উপর নিষেধাজ্ঞার খড়গ নামার শঙ্কায় ছিলেন ভক্তরা। তবে শেষ পর্যন্ত উয়েফার সুর নরম হতে শুরু হয়েছে।
মূলত পৃষ্ঠপোষকদের চাপেই আপাতত কঠিন কনো সিদ্ধান্ত নিতে পারছে না উয়েফা। তবে ভবিষ্যতে যে কোনো কিছুই হতে পারে বলে জানিয়েছেন সেফেরিন। স্লোভেনিয়ান টিভি ২৪ইউআরে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'মূল বিষয় হলো, এই মৌসুম শুরু হয়েছে আগেই। আমরা যদি সেমিফাইনালটা না খেলি, তবে ক্ষতিপূরণের জন্য আমাদের কাছে ব্রডকাস্টাররা আসবেন। সুতরাং, পরের সপ্তাহে এই ম্যাচটি না হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে, ভবিষ্যতে পরিস্থিতি কিছুটা আলাদা হতে পারে।'
অথচ সেফেরিনের সরাসরি সমালোচনা করেছিলেন রিয়াল সভাপতি পেরেজ। তার মতো প্রেসিডেন্ট চান না বলেও জানিয়েছিলেন রিয়াল সভাপতি। পাল্টা জবাউয়েফা সভাপতি বলেছেন, 'এটা (পেরেজের মন্তব্য) আমাকে এই দায়িত্বে থেকে যাওয়ার জন্য আরও অনুপ্রাণিত করবে। তিনি এমন একজন সভাপতি চান, যে তার কথা শুনবে এবং তিনি যা ভাববেন, তাই করবে। আমি ইউরোপিয়ান ও বিশ্ব ফুটবলের জন্য যা ভালো মনে করি, সেটাই করি।'
সূচি অনুযায়ী আগামী মঙ্গলবার প্রথম সেমি-ফাইনালের প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রিয়াল ও চেলসির। এর পরের দিন পিএসজি ও ম্যানচেস্টার সিটি খেলেবে দ্বিতীয় সেমি-ফাইনালের প্রথম লেগ।
Comments