‘মাস্ক নেই কেন’ জানতে চাওয়ায় ম্যাজিস্ট্রেটের ওপর হামলা

টাঙ্গাইল
স্টার অনলাইন গ্রাফিক্স

টাঙ্গাইলের নাগরপুরে 'মাস্ক পড়েননি কেন' জানতে চাওয়ায় কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে সেনাবাহিনীর এক সৈনিকের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার দপ্তিয়রের দুর্গম চর এলাকায় এ ঘটনা ঘটে।

নাগরপুরের সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর দ্য ডেইলি স্টারকে জানান, দপ্তিয়রের দুর্গম চর এলাকায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে দুই পুলিশ ও তিন আনসার সদস্য নিয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান তিনি। অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকালে দুই জনকে আটক করলে সেখানে স্থানীয়রা ভীড় জমায়।

একপর্যায়ে এক ব্যক্তি মুখে মাস্ক ছাড়া সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুরের পাশে এসে দাঁড়ালে, তার মুখে মাস্ক নেই কেন জানতে চান তিনি। তখন ওই ব্যক্তি ‘এটা জানতে চাওয়ার তুই কে’ বলে সহকারী কমিশনারের দিকে তেড়ে আসেন এবং তাকে শারীরিকভাবে আক্রমণ করেন বলে জানান তারিন মসরুর।

এ ঘটনার পর পুলিশ ওই ব্যক্তি এবং বালু উত্তোলনকারী অপর দুজনকে আটক করে উপজেলা সদরে নিয়ে আসে।

পুলিশ জানায়, আটককৃত শরিফ উদ্দিন (২৪) সেনাবাহিনীর একজন সৈনিক। সম্প্রতি তিনি ছুটিতে তার কর্মস্থল কুমিল্লা সেনানিবাস থেকে গ্রামের বাড়ি দপ্তিয়র এলাকার নিকটবর্তী মানিকগঞ্জ জেলার দৌলতপুরে যান।

সহকারী কমিশনার তারিন মসরুর জানান, সেনা সদস্যের আক্রমণে তিনি কানে ও হাতের তর্জনীতে আঘাত পেয়েছেন। এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। আটককৃতকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

37m ago