পশ্চিমবঙ্গে নির্বাচনের কারণে বেনাপোলের আমদানি-রপ্তানি বন্ধ
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ আছে। তবে, ভারত ও বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ছিল স্বাভাবিক।
উত্তর চব্বিশ পরগনায় নির্বাচনের কারণে বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ ছিল এবং শনিবার সকাল থেকে তা স্বাভাবিক হবে।
বেনাপোল স্থল বন্দরের পরিচালক আ. জলিল দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন স্থানে বিধানসভা নির্বাচনের কারণে আমদানি-রপ্তানি বন্ধ আছে। তবে, বন্দরে মালামাল ওঠা-নামাসহ পণ্য খালাস অব্যাহত আছে।
ভারতের পেট্রাপোল স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ভোট উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের নির্দেশে আজ থেকে পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য রাখা হয়েছে। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।
তিনি আরও জানান, অবৈধভাবে যেন কেউ সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিরাপত্তা জোরদার করেছে। কোনো দ্বৈত নাগরিক ভোট দিতে যেন প্রবেশ করতে না পারে সেদিকেও সতর্ক আছে ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ।
Comments