নুরের বিরুদ্ধে কুমিল্লাতেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে কুমিল্লায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে কুমিল্লার দেবীদ্বার থানায় স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকার বাদী হয়ে মামলাটি করেন।
সন্ধ্যায় দেবীদ্বার থানার ওসি আরিফুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মামলাটি গ্রহণ করেছি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
মামলার বাদী লিটন সরকার বলেন, ‘গত ১৪ এপ্রিল ফেসবুক লাইভে এসে ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন- আওয়ামীলীগ যারা করে তারা কাফের, তাদের ঈমান নেই। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তাই তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছি।’
Comments