আরমানিটোলায় আগুন কেমিক্যাল গোডাউনে

রাজধানীর পুরান ঢাকায় আরমানিটোলায় ছয়তলা একটি ভবনের নিচতলায় কেমিক্যালের গোডাউনে আজ শুক্রবার ভোররাতে আগুনে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৩ জন।
Armanitola fire
রাজধানীর পুরান ঢাকায় আরমানিটোলায় একটি ছয়তলা ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে আগুন। ২৩ এপ্রিল ২০২১। ছবি: শাহীন মোল্লা

রাজধানীর পুরান ঢাকায় আরমানিটোলায় ছয়তলা একটি ভবনের নিচতলায় কেমিক্যালের গোডাউনে আজ শুক্রবার ভোররাতে আগুনে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৩ জন।

নিহতদের একজন ইডেন কলেজের শিক্ষার্থী ও অপরজন সেই বাড়ির নিরাপত্তা কর্মী।

Armanitola fire
ছবি: শাহীন মোল্লা

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আহত ২৩ জনের মধ্যে তিন জনকে আইসিইউতে রাখা হয়েছে। আগুনে পোড়া রয়েছেন দুই-তিন জন। আর বাকিরা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন।’

দমকল বাহিনীর সহকারী পরিচালক আবদুল হালিম গণমাধ্যমকে বলেন, ‘এক নিরাপত্তাকর্মীর মরদেহ আমরা ভবনের নিচতলায় পেয়েছি। আগুন লাগার কারণ এখন বলা কঠিন। নিচতলায় কেমিক্যালের দোকান ও গোডাউন। সেখানে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগতে পারে বা অন্য কোনো কারণ থাকতে পারে। সেটা তদন্ত করে বলতে হবে।’

ছবি: শাহীন মোল্লা

তিনি আরও জানান, ভোররাত সোয়া ৩টার দিকে আগুন লেগেছে। আগুন নেভাতে ১৮টি ইউনিটে ৯০ জন ফায়ার ম্যান কাজ করছে।

মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের ডিউটি কর্মকর্তা কবির হোসেন ডেইলি স্টারকে বলেছেন, ‘সুমাইয়া (২২) নামের একজন মারা গেছেন।

তার পরিবার জানিয়েছে, সুমাইয়া ইডেন কলেজে স্নাতক (ইংরেজি বিভাগ) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

Comments

The Daily Star  | English
Gazipur factory fire September 2024

Business community's voice needed in the interim government

It is necessary for keeping the wheels of growth running and attracting foreign investment in the new Bangladesh.

11h ago