কোনো বিপদ ঘটতে না দিয়ে বিরতিতে লঙ্কানরা

প্রথম সেশনের খেলা শেষে ৫৩০ রানে এগিয়ে আছে বাংলাদেশ।
ebadot
ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট

তাসকিন আহমেদের ডেলিভারি আঘাত করল লাহিরু থিরিমান্নের প্যাডে। আম্পায়ার আঙুল উঁচিয়ে জানালেন, ‘আউট।’ বাংলাদেশের ক্রিকেটারদের উল্লাস স্থায়ী হয়নি। তৎক্ষণাৎ রিভিউ নিলেন শ্রীলঙ্কার বাঁহাতি ওপেনিং ব্যাটসম্যান। বল স্টাম্প মিস করায় বদলে গেল মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। ওই ওভার শেষেই মধ্যাহ্ন বিরতিতে যেতে হলো দুদলকে।

শুক্রবার পাল্লেকেলে টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষে ৫৩০ রানে এগিয়ে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৮ ওভারে বিনা উইকেটে ১১ রান তুলেছে। উইকেটে আছেন অধিনায়ক দিমুথ করুনারত্নে ও থিরিমান্নে। দুজনেরই সংগ্রহ ৫ রান করে।

মধ্যাহ্ন বিরতির প্রায় পৌনে এক ঘণ্টা আগে ৭ উইকেটে ৫৪১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। আগের দিনের ৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে খেলতে নেমেছিল তারা। এদিন ১৮ ওভার খেলে ৩ উইকেট খুইয়ে তারা যোগ করে মাত্র ৬৭ রান। লিটন দাস দ্রুত রান তোলার প্রবণতা দেখালেও মুশফিকুর রহিমসহ বাকিদের মধ্যে মেলেনি সেই তাড়না। লিটন ৬৭ বলে ৫০ করে আউট হন। মুশফিক অপরাজিত থাকেন ১৫৬ বলে ৬৮ রানে।

দেশের বাইরে এই নিয়ে মাত্র তৃতীয়বার ৫০০ রান স্পর্শ করতে পারল বাংলাদেশ। দুবারই প্রতিপক্ষ শ্রীলঙ্কা। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানও লঙ্কানদের মাটিতে। ২০১৩ সালে গলে তারা করেছিল ৬৩৮ রান। ওই ইনিংসে বাংলাদেশ ব্যাটিং করেছিল রেকর্ড ১৯৬ ওভার। ওভারের হিসেবে এবারের ইনিংসটি তাদের দ্বিতীয় দীর্ঘতম। মুমিনুল হকের দল খেলেছে ১৭৩ ওভার।

প্রথম ইনিংসে সফরকারীদের সেরা পারফর্মার নাজমুল হোসেন শান্ত। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে তিনি করেন ১৬৩ রান। অধিনায়ক মুমিনুল বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরির স্বাদ নিয়ে খেলেন ১২৭ রানের ইনিংস। তামিম ইকবালের ব্যাট থেকে আসে ৯০ রান।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৭৩ ওভারে ৫৪১/৭ (ইনিংস ঘোষণা) (তামিম ৯০, সাইফ ০, শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, মুশফিক ৬৮*, লিটন ৫০, মিরাজ ৩, তাইজুল ২, তাসকিন ৬*; লাকমল ১/৮১, বিশ্ব ৪/৯৬, কুমারা ১/৮৮, ম্যাথিউস ০/১৪, ধনঞ্জয়া ১/১৩০, হাসারাঙ্গা ০/১১১, করুনারত্নে ০/৬)।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৮ ওভারে ১১/০ (করুনারত্নে ৫*, থিরিমান্নে ৫*; আবু জায়েদ ০/৪, তাসকিন ০/৪, ইবাদত ০/২, মিরাজ ০/১)।

Comments

The Daily Star  | English

Over 15,900 Palestinians killed in Gaza since Oct 7

More than 15,900 Palestinians, including 250 health workers, have been killed in Gaza since the outbreak of war on October 7, the Palestinian health minister said today

1h ago