গণপরিবহন চালু করতে চান সড়ক পরিবহন নেতারা

সরকার পুনরায় শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এবার বাস ও মিনিবাস চলাচল শুরু করতে চান সড়ক পরিবহন নেতারা।
আজ শুক্রবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, তারা ইতোমধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। তবে, এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।
খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘২৮ এপ্রিল চলমান “লকডাউন” শেষ হয়ে গেলে, তারা বাস চলাচল শুরু করতে চান।’
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। কিন্তু এ বিষয়ে তারা এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি।’
Comments