আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুন: ৪ সদস্যের তদন্ত কমিটি
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় কেমিক্যালের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের উপপরিচালক (উন্নয়ন) নূর হাসান আহম্মেদের নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হালিম জানান, তদন্ত কমিটি আগুন লাগার কারণ এবং ভবনের অনুমোদন সংক্রান্ত বিষয়গুলো যাচাই করবে।
আজ শুক্রবার ভোররাতে আরমানিটোলায় ছয়তলা একটি ভবনের নিচতলায় কেমিক্যালের গোডাউনে আগুন লাগে। এতে চার জন নিহত হন। আহত হয়েছেন অন্তত ২৩ জন।
নিহতরা হলেন- ভবনের কেয়ারটেকার অলিউল্লাহ (৭০), নিরাপত্তা কর্মী রাসেল (২৭), কবির (২৭) ও ইডেন কলেজের শিক্ষার্থী সুমাইয়া (২২)।
আরও পড়ুন:
আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৪
Comments