তালিকা পাঠান, আমি অভিযুক্তদের নিয়ে জেলে যাব: বাবুনগরী

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী বলেছেন, দেশের নিম্নআয়ের গরিব মানুষকে আর হয়রানি ও কষ্ট না দিয়ে আমার কাছে তালিকাটা পাঠান, আমি অভিযুক্তদের নিয়ে শান্তিপূর্ণভাবে জেলে চলে যাব; একজন পুলিশও পাঠাতে হবে না। এর বিনিময়ে আপনারা লকডাউন তুলে নিন।
হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী বলেছেন, দেশের নিম্নআয়ের গরিব মানুষকে আর হয়রানি ও কষ্ট না দিয়ে আমার কাছে তালিকাটা পাঠান, আমি অভিযুক্তদের নিয়ে শান্তিপূর্ণভাবে জেলে চলে যাব; একজন পুলিশও পাঠাতে হবে না। এর বিনিময়ে আপনারা লকডাউন তুলে নিন।

গতকাল বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন জুনায়েদ বাবুনগরী।

বিবৃতিতে তিনি বলেন, ‘গণপ্রতিরোধ ও প্রতিবাদ ছাড়া সহজে আলেম-ওলামাদের গ্রেপ্তারের জন্য লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে সরকার সমগ্র দেশবাসীকে কষ্ট দিচ্ছে।’

দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘হেফাজতের ইসলামী আন্দোলন সবসময়ই শান্তিপূর্ণ ছিল এবং ভবিষ্যতেও তাই থাকবে। বিক্ষোভ ও প্রতিবাদ করা দেশবাসীর সাংবিধানিক অধিকার। কোনো সরকার জনগণের এই মৌলিক অধিকার কেড়ে নিতে পারে না।’

তিনি আরও বলেন, ‘কথিত ‘তাণ্ডব ও ভাঙচুর’-এর অভিযোগে সারাদেশে গত আট বছরে যত মামলা হয়েছে, তার সবই অবৈধ, ষড়যন্ত্রমূলক ও মিথ্যা। বিনা শর্তে ষড়যন্ত্রমূলক এই সকল মিথ্যা মামলা বাতিল করুন, কারাবন্দী সকল আলেম ওলামাদের মুক্তি দিন।’

সরকারের নীতি নির্ধারকদের প্রতি অনুরোধ জানিয়ে হেফাজতের আমির বলেন, ‘এই রমজান মাসে রিমান্ডে নেওয়া আলেম-ওলামাদের বিধর্মী এবং অবিশ্বাসীদের দিয়ে জিজ্ঞাসাবাদ করাবেন না।’

আরও পড়ুন:

হেফাজতের যুগ্ম-মহাসচিব খালেদ সাইফুল্লাহ আইয়ূবী গ্রেপ্তার

হেফাজত নেতা মামুনুল গ্রেপ্তার

হেফাজত নেতা মুফতি শরিফউল্লাহ গ্রেপ্তার

মোহাম্মদপুর থেকে হেফাজত নেতা আতাউল্লাহ আমিন গ্রেপ্তার

পল্টন থানায় মামলা: হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী গ্রেপ্তার

হেফাজত নেতা খুরশিদ আলম কাসেমী ও খেলাফত মজলিশ নেতা শারাফত হোসাইন গ্রেপ্তার

খেলাফত মজলিস ও হেফাজত নেতা কোরবান আলী কাসেমী গ্রেপ্তার

Comments

The Daily Star  | English
government changed office hours

Govt office hours 9am-3pm from Sunday to Tuesday

The government offices will be open from 9:00am to 3:00pm for the next three days -- from Sunday to Tuesday -- this week, Public Administration Minister Farhad Hossain said today

1h ago