তালিকা পাঠান, আমি অভিযুক্তদের নিয়ে জেলে যাব: বাবুনগরী

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী বলেছেন, দেশের নিম্নআয়ের গরিব মানুষকে আর হয়রানি ও কষ্ট না দিয়ে আমার কাছে তালিকাটা পাঠান, আমি অভিযুক্তদের নিয়ে শান্তিপূর্ণভাবে জেলে চলে যাব; একজন পুলিশও পাঠাতে হবে না। এর বিনিময়ে আপনারা লকডাউন তুলে নিন।

গতকাল বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন জুনায়েদ বাবুনগরী।

বিবৃতিতে তিনি বলেন, ‘গণপ্রতিরোধ ও প্রতিবাদ ছাড়া সহজে আলেম-ওলামাদের গ্রেপ্তারের জন্য লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে সরকার সমগ্র দেশবাসীকে কষ্ট দিচ্ছে।’

দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘হেফাজতের ইসলামী আন্দোলন সবসময়ই শান্তিপূর্ণ ছিল এবং ভবিষ্যতেও তাই থাকবে। বিক্ষোভ ও প্রতিবাদ করা দেশবাসীর সাংবিধানিক অধিকার। কোনো সরকার জনগণের এই মৌলিক অধিকার কেড়ে নিতে পারে না।’

তিনি আরও বলেন, ‘কথিত ‘তাণ্ডব ও ভাঙচুর’-এর অভিযোগে সারাদেশে গত আট বছরে যত মামলা হয়েছে, তার সবই অবৈধ, ষড়যন্ত্রমূলক ও মিথ্যা। বিনা শর্তে ষড়যন্ত্রমূলক এই সকল মিথ্যা মামলা বাতিল করুন, কারাবন্দী সকল আলেম ওলামাদের মুক্তি দিন।’

সরকারের নীতি নির্ধারকদের প্রতি অনুরোধ জানিয়ে হেফাজতের আমির বলেন, ‘এই রমজান মাসে রিমান্ডে নেওয়া আলেম-ওলামাদের বিধর্মী এবং অবিশ্বাসীদের দিয়ে জিজ্ঞাসাবাদ করাবেন না।’

আরও পড়ুন:

হেফাজতের যুগ্ম-মহাসচিব খালেদ সাইফুল্লাহ আইয়ূবী গ্রেপ্তার

হেফাজত নেতা মামুনুল গ্রেপ্তার

হেফাজত নেতা মুফতি শরিফউল্লাহ গ্রেপ্তার

মোহাম্মদপুর থেকে হেফাজত নেতা আতাউল্লাহ আমিন গ্রেপ্তার

পল্টন থানায় মামলা: হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী গ্রেপ্তার

হেফাজত নেতা খুরশিদ আলম কাসেমী ও খেলাফত মজলিশ নেতা শারাফত হোসাইন গ্রেপ্তার

খেলাফত মজলিস ও হেফাজত নেতা কোরবান আলী কাসেমী গ্রেপ্তার

Comments

The Daily Star  | English
rohingya-migration

Persecuted by AA, Rohingyas fleeing to Bangladesh

Amid escalating violence in Myanmar’s Rakhine State, Rohingyas are trespassing into Bangladesh every day, crossing the border allegedly to escape the brutality of Myanmar’s rebel group, the Arakan Army (AA).

22m ago