নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার ফেরিঘাট ব্রিজের কাছে নাটোর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন— তেবাড়িয়া হালিমাতুস সাদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা খলিলুর রহমান ও একই মাদ্রাসার শিক্ষক মো. বেলাল হোসেন। খলিলুর রহমানের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পেচুয়া গ্রামে এবং বেলাল হোসেনের বাড়ি নাটোর তেবাড়িয়া এলাকায়।
দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আব্দুল হামিদ নামে আরও একজন আহত হয়েছেন। বর্তমানে তিনি সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে একটি মোটরসাইকেলে তিন জন নাটোর শহর থেকে সিংড়ার দিকে আসছিলেন। ফেরিঘাট ব্রিজের কাছাকাছি পৌঁছলে বগুড়াগামী একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। একজন আহত হয়েছেন। দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয়নি।’
Comments