অগ্রিম টাকা নিয়ে ভ্যাকসিন সরবরাহ বন্ধের অধিকার সেরামের নেই: পাপন

অগ্রিম অর্থ পরিশোধের পরে ভ্যাকসিন সরবরাহ বন্ধ করার কোনো অধিকার সেরাম ইনস্টিটিউটের নেই বলে মন্তব্য করেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। আজ শনিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ফাইল ছবি

অগ্রিম অর্থ পরিশোধের পরে ভ্যাকসিন সরবরাহ বন্ধ করার কোনো অধিকার সেরাম ইনস্টিটিউটের নেই বলে মন্তব্য করেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। আজ শনিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘তারা দেড় কোটি ডোজ ভ্যাকসিনের (অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা) জন্য অগ্রিম অর্থ নিয়েছে, তবে এখন পর্যন্ত আমরা ৭০ লাখ ডোজ পেয়েছি। আরও ৮০ লাখ ডোজ সেরাম এখনো আমাদের দেয়নি। সরকারের উচিত এ বিষয়ে পরিষ্কার উত্তর চাওয়া।’

বাংলাদেশের সেরামের কোভিড-১৯ ভ্যাকসিনের একমাত্র পরিবেশক বেক্সিমকো।

নাজমুল হাসান পাপন আরও বলেন, ‘এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যে সরকার অগ্রিম অর্থ প্রদানের পরেও সেরাম আমাদের ভ্যাকসিন দেবে না। সরকারের স্পষ্ট ভাষায় বলা উচিত, অগ্রিম অর্থ যেহেতু নিয়েছে, ভ্যাকসিন দিতে হবে। দেড় কোটি ডোজ ভ্যাকসিনের জন্য টাকা দিয়েছি। এটা বন্ধ রাখার অধিকার সেরামের নেই।’

তিনি বলেন, ভারতের এখন সময় এসেছে বাংলাদেশের বন্ধু হিসেবে প্রমাণ দেওয়ার। সম্প্রতি, সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনওয়ালা বলেছেন, তারা জুন-জুলাইয়ের আগে ভ্যাকসিন রপ্তানি করতে পারবেন না। এতে করে কোভাক্সের অধীনে বিশ্বব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে।

সেরামের কাছ থেকে ভ্যাকসিন কেনার পরেও সরবরাহ বন্ধের ঘোষণায় দেশব্যাপী ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রেও ব্যাপক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে যাচ্ছে সরকার।

Comments

The Daily Star  | English
Hasina sued over shop owner's death

Hasina's extradition: India to deal with govt thru diplomatic channel

India will handle the matter of ousted prime minister Sheikh Hasina's extradition with the Bangladesh government through diplomatic channels, stated Indian external affairs minister S Jaishankar

15m ago