গণপরিবহন চালু হলে ২৯ এপ্রিল থেকে চলবে ট্রেন

ছবি: রাজীব রায়হান/স্টার

চলমান লকডাউন শেষে ২৯ এপ্রিল থেকে গণপরিবহন চালু হলে যাত্রীবাহী ট্রেনও চালাবে বাংলাদেশ রেলওয়ে। আজ শনিবার রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন দ্য ডেইলি স্টারকে এ কথা জানিয়েছেন।

রেলমন্ত্রী বলেন, ‘রেলপথও গণপরিবহন। যদি (২৮ এপ্রিলের পরে) গণপরিবহন পুনরায় চালু হয়, আমরা ট্রেন চলাচল শুরু করব।’

‘এ বিষয়ে আমাদের প্রস্তুতি আছে,’ যোগ করেন তিনি।

সরকার গত ৫ এপ্রিল জনসাধারণের চলাচল ও পরিবহনে বিধিনিষেধ আরোপ করলে অন্যান্য গণপরিবহনের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চলাচল স্থগিত করে বাংলাদেশ রেলওয়ে। তবে, মালবাহী ট্রেন ও বিশেষ পার্সেল ট্রেন এ সময় চালু আছে।

Comments

The Daily Star  | English
NBR Protests

NBR officials again announce pen-down strike

This time, they will observe the strike for three hours beginning at 9 am on June 23

2h ago