গণপরিবহন চালু হলে ২৯ এপ্রিল থেকে চলবে ট্রেন
চলমান লকডাউন শেষে ২৯ এপ্রিল থেকে গণপরিবহন চালু হলে যাত্রীবাহী ট্রেনও চালাবে বাংলাদেশ রেলওয়ে। আজ শনিবার রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন দ্য ডেইলি স্টারকে এ কথা জানিয়েছেন।
রেলমন্ত্রী বলেন, ‘রেলপথও গণপরিবহন। যদি (২৮ এপ্রিলের পরে) গণপরিবহন পুনরায় চালু হয়, আমরা ট্রেন চলাচল শুরু করব।’
‘এ বিষয়ে আমাদের প্রস্তুতি আছে,’ যোগ করেন তিনি।
সরকার গত ৫ এপ্রিল জনসাধারণের চলাচল ও পরিবহনে বিধিনিষেধ আরোপ করলে অন্যান্য গণপরিবহনের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চলাচল স্থগিত করে বাংলাদেশ রেলওয়ে। তবে, মালবাহী ট্রেন ও বিশেষ পার্সেল ট্রেন এ সময় চালু আছে।
Comments