নারায়ণগঞ্জে বিস্ফোরণ: তিতাসের তদন্ত কমিটি, পুলিশের জিডি
নারায়ণগঞ্জের সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকার একটি ভবনে গ্যাস বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়া, পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আজ শনিবার দুপুরে তিতাসের পরিচালককে (অপারেশন) প্রধান করে ওই তদন্ত কমিটি গঠন করা হয়। অন্যদিকে বিকেলে পুলিশের এক এসআই বাদী হয়ে ফতুল্লা থানায় জিডি করেন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডিজিএম (প্রশাসন) আব্দুর রহিম তদন্ত কমিটি গঠনের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘তিতাসের প্রধান কার্যালয়ের পরিচালককে (অপারেশন) আহবায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।’
পুলিশের জিডি করার তথ্যটি দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান।
তিনি বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি জিডি করা করা হয়েছে। এ মুহূর্তে তদন্ত চলছে। তদন্তে শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ছয় জন ঢাকায় চিকিৎসাধীন। তবে, এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।’
উল্লেখ্য, গতকাল ভোরে পশ্চিম তল্লা জামাইবাজার এলাকায় একটি তিনতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দুই পরিবারের ১১ জন দগ্ধ হয়। তাদের ছয় জনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের শরীরের ৫০ ভাগ পুড়ে গেছে। অন্য পাঁচ জন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে আত্মীয়দের বাসায় চলে গেছেন।
পরে এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সাত সদস্যের তদন্ত কমিটি ঘটনা করা হয়। এছাড়াও বিকেলে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সিলগালা করে দেয় জেলা প্রশাসন।
আরও পড়ুন:
Comments