করোনাভাইরাস

মৃত্যু ৩০ লাখ ৯৬ হাজার, আক্রান্ত প্রায় ১৪ কোটি ৬০ লাখ

Corona_22Feb21.jpg
ছবি: রয়টার্স ফাইল ফটো

বিশ্বব্যাপী করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে। ইতোমধ্যে অনেক দেশ লকডাউনসহ কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। হঠাৎ করেই আবারও সংক্রমণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ বিশ্বব্যাপী করোনার কয়েকটি ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া।

বিশ্বে ইতোমধ্যে মারা গেছেন ৩০ লাখ ৯৬ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৬০ লাখের উপরে। এ ছাড়া, সুস্থ হয়েছেন আট কোটি ৪১ লাখের বেশি মানুষ।

আজ রোববার সকালে জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের আজ সকাল সাড়ে ৯টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৬০ লাখ ৯১ হাজার ৯৮৬ জন এবং মারা গেছেন ৩০ লাখ ৯৬ হাজার ৫৭৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন আট কোটি ৪১ লাখ ২০ হাজার ৫২৪ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ২০ লাখ ৪৪ হাজার ৯৭৬ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৭১ হাজার ৯২২ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন এক কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন এক লাখ ৮৯ হাজার ৫৪৪ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ৩৮ লাখ ৬৭ হাজার ৯৯৭ জন।

জনস হপকিনসের হিসাবে, মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৪৩ লাখ ৮ হাজার ২১৫ জন এবং মারা গেছেন তিন লাখ ৮৯ হাজার ৪৯২ জন। সুস্থ হয়েছেন এক কোটি ২৬ লাখ ৬ হাজার ১১ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দুই লাখ ১৪ হাজার ৮৪১ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ২৬ হাজার ৮১৮ জন এবং সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৮ হাজার ১৭৭ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত সাত লাখ ৪২ হাজার ৪০০ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ১০ হাজার ৯৫২ জন। আর সুস্থ হয়েছেন ছয় লাখ ৫৩ হাজার ১৫১ জন।

Comments

The Daily Star  | English
Vehicle sales decline Bangladesh

Vehicle sales plunged in 2024

This marked the steepest decline since the Covid-19 pandemic, when roughly 3.8 lakh vehicles were registered with the BRTA

13h ago