আগামী ২ সপ্তাহ ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ
ভারতের সঙ্গে স্থলপথে আগামীকাল থেকে যাত্রী চলাচল ১৪ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারতে ব্যাপকভাবে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী দ্য ডেইলি স্টারকে বলেন, আমরা যাত্রী চলাচল আপাতত বন্ধ রাখছি। তবে দুই দেশের মধ্যে পণ্য বাণিজ্য অব্যাহত থাকবে।
সংক্রমণ বেড়ে যাওয়ার পর গত ১৪ এপ্রিল থেকেই ভারতের সঙ্গে আকাশ পথে যাত্রী চলাচল বন্ধ রয়েছে।
ভারতে গত কয়েক দিনে মহামারি পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় এবং সেখানে শনাক্ত করোনার নতুন স্ট্রেইন প্রবেশ ও ছড়িয়ে পড়া রোধ করতে প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধের অনুরোধ ছিল বাংলাদেশি বিশেষজ্ঞদের।
গত মঙ্গলবার কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাতেও ভারতে সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছিল।
ভারতে করোনাভাইরাস সংক্রমণের যে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, তার পেছনে কোভিড-১৯’র নতুন ধরন ‘ডাবল মিউট্যান্ট’ কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। যে কারণে দেশটি ইতোমধ্যে ব্রাজিলকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের দেশে পরিণত হয়েছে। এখন ভারতের আগে রয়েছে কেবল যুক্তরাষ্ট্র।
ভারতে ইতিমধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে এক লাখ ৭৫ হাজারের বেশি মানুষের।
আরও পড়ুন:
দ্রুত নিষেধাজ্ঞা তোলার ব্যাপারে সতর্ক করলেন বিশেষজ্ঞরা
মৃত্যুপুরী ভারত, সীমান্ত বন্ধ করুন
Comments