বাংলাদেশ-উজবেকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আশা

উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওভকত মির্জিওয়েভের কাছে পরিচয়পত্র পেশ করছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম। ছবি: বাংলাদেশ দূতাবাস

বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বহুমুখী সহযোগিতা আরও জোরদারের আশা প্রকাশ করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওভকত মির্জিওয়েভের। দেশটিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম পরিচয়পত্র পেশ করতে গেলে এ আশা ব্যক্ত করেন তিনি।

গত শুক্রবার উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে প্রেসিডেন্টের সরকারি কার্যালয় কুকসারয় প্যালেসে পরিচয়পত্র পেশ করেন মো. জাহাঙ্গীর আলম।

রাষ্ট্রদূত তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

এ সময় দুজনের মধ্যে বৈঠকে নিয়মিত দ্বিপাক্ষিক রাজনৈতিক পরামর্শ, টেক্সটাইল শিল্প, ওষুধ, কৃষি এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়গুলো উঠে আসে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও পর্যটন বাড়ানো নিয়ে আলোচনা হয়। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি যৌথ আন্তঃসরকারি কমিশনের সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওভকত মির্জিওয়েভের বলেন, 'বাংলাদেশ দক্ষিণ এশিয়ার আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের বন্ধুত্বপূর্ণ, সাংস্কৃতিক মূল্যবোধ ঐতিহাসিকভাবে সংযুক্ত।'

বাংলাদেশ ও উজবেকিস্তানের জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে তার আশা ব্যক্ত করেন।

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম গত বছরের অক্টোবরে উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেন। একই সঙ্গে তিনি আফগানিস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।

Comments