ফরিদপুরে তাপদাহে অস্থির জনজীবন
ফরিদপুরে মাঝারি তাপদাহে অস্থির হয়ে পড়েছে জনজীবন। জেলার আঞ্চলিক আবহাওয়া কার্যালয় বলেছে, এ তাপদাহ সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে এবং আগামী ৩০ এপ্রিলের আগে ফরিদপুরে বৃষ্টি কোনো সম্ভাবনা নেই।
ফরিদপুরে আজ রবিবার বিকেল তিনটায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার ছিল ৩৮ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস।
এর আগে গত ১৯ ও ২০ এপ্রিল তাপমাত্রাও ৩৮ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছিল। ১৯ এপ্রিল তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক দুই এবং ২০ এপ্রিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। মাসের শুরুতে ১ এপ্রিল ফরিদপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
ফরিদপুর আঞ্চলিক আবহাওয়া কার্যালয় সূত্রে জানা যায়, ফরিদপুরে বর্তমানে মাঝারি আকারের তাপদাহ চলছে। তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ এর মধ্যে থাকলে তাকে মৃদু, ৩৮ থেকে ৪০ পর্যন্ত থাকলে তাকে মাঝারি এবং ৪০ এর বেশি থাকলে তাকে তীব্র তাপদাহ হিসেবে গণ্য করা হয়।
ফরিদপুরের আঞ্চলিক আবহাওয়া কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা সুরজুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ফরিদপুরে বর্তমানে মাঝারি তাপদাহ বিরাজ করছে। এ ধারা সোমবার পর্যন্তও অব্যাহত থাকবে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে ফরিদপুরে বৃষ্টি কোনো সম্ভাবনা নেই।’
Comments