ভারতকে অক্সিজেন, মেডিকেল সামগ্রী পাঠানোর প্রস্তাব পাকিস্তানের

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতকে প্রয়োজনীয় অক্সিজেন ও অন্যান্য মেডিকেল সামগ্রী পাঠানোর প্রস্তাব দিয়েছে পাকিস্তান।
করোনা মোকাবিলায় ভারতকে প্রয়োজনীয় অক্সিজেন ও অন্যান্য মেডিকেল সামগ্রী পাঠানোর প্রস্তাব দিয়েছে পাকিস্তান। ছবি: এপি

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতকে প্রয়োজনীয় অক্সিজেন ও অন্যান্য মেডিকেল সামগ্রী পাঠানোর প্রস্তাব দিয়েছে পাকিস্তান।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, প্রতিবেশি ভারতের তীব্র সংকটের সময়ে সাহায্যের প্রস্তাব দিয়েছে পাকিস্তান।

রবিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারতের জনগণের সঙ্গে সংহতি জানিয়ে পাকিস্তান ভেন্টিলেটর, অক্সিজেন সাপ্লাই কিট, ডিজিটাল এক্স-রে মেশিন, পিপিই ও অন্যান্য মেডিকেল সহায়তা দেওয়ার প্রস্তাব করছে।

বিবৃতিতে ‘উভয় দেশের কর্তৃপক্ষকে জরুরি মেডিকেল সামগ্রীগুলো দ্রুত সরবরাহে’র ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়াও বিবৃতিতে মহামারির অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের মধ্যকার সহযোগিতার সম্ভাব্য উপায়ও খুঁজে বের করার কথা বলা হয়েছে।

এক দিন আগে গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইটে ভারতের পাশে দাঁড়ানোর কথা জানান।

তিনি বলেন, ‘কোভিড-১৯ এর বিপজ্জনক ঢেউয়ের বিরুদ্ধে লড়াইয়ে আমরা ভারতের জনগণের পাশে দাঁড়াচ্ছি। আমাদের প্রতিবেশী দেশ এবং বিশ্বে মহামারিতে আক্রান্তদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি। আমাদের অবশ্যই ঐক্যবদ্ধভাবে এই সংকট মোকাবিলা করতে হবে।’

রবিবার, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন, ‘পাকিস্তান প্রথমে মানবতার নীতিতে বিশ্বাসী। তাই ভারতকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা উত্তরের অপেক্ষায় আছি।’

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় দুই হাজার ৭৬৭ জনের মৃত্যু হয়েছে। আজ সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৬৯১ জন।

সব মিলিয়ে আজকে পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ১৭২ হয়েছে। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৯২ হাজার ৩১১ জন।

আরও পড়ুন-

ইমরানের টুইটে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা

Comments

The Daily Star  | English
Electricity price hike

40MW electricity import from Nepal gets cabinet nod

The government approved the purchase of 40 megawatts of electricity from Nepal using the power grid of India.

40m ago