বাগদাদে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৮২
ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণ পূর্বাঞ্চলে করোনা হাসপাতালে আগুনের ঘটনায় নিহতদের সংখ্যা বেড়ে ৮২ জন হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনায় আরও ১১০ জন আহত হয়েছেন।
সিএনএন জানায়, শনিবার রাতে বাগদাদের দিয়ালা ব্রিজ এলাকায় ইবনে খাতিব হাসপাতালে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের কারণে এই আগুন লাগে।
সেসময় আহতদের সরাতে অ্যাম্বুলেন্সগুলোকে হাসপাতালের দিকে ছুটে যেতে দেখা যায়। যেসব রোগী আহত হননি তাদেরকেও হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হচ্ছিল।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ’র বরাত দিয়ে প্রতিবেদনে আরও জানানো হয়, ইরাকের দমকল বাহিনীর প্রধান মেজর জেনারেল খাদিম বোহান বলেছেন, ‘হাসপাতালের যে ফ্লোরে আইসিইউ রয়েছে, সেখানে আগুন লেগেছে।’
মন্ত্রণালয় জানিয়েছে, রোগীসহ কমপক্ষে ২০০ জনকে উদ্ধার করা হয়েছে।
আজ রোববার প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এক বিবৃতিতে ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি জানান, হাসপাতালে আগুনের ঘটনা একটি ‘অপরাধ’।
ঘটনাটি দ্রুত তদন্ত করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
Comments