যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূর কান কেটে দেওয়ার অভিযোগ
পটুয়াখালীর বাউফলে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূর কান কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে। বিচার পেতে ওই গৃহবধূ আজ সোমবার বাউফল থানায় স্বামী মাহাবুব আলমের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আল মামুন লিখিত অভিযোগ পাওয়ার তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
লিখিত অভিযোগে ওই গৃহবধূ জানান, ২০১৩ সালে মাহবুব আলমের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় তার বাবা কিছু স্বর্ণালংকারসহ আসবাবপত্র দেন। বিয়ের চার বছর পর স্বামী মাহাবুব তার কাছে যৌতুক দাবি করলে তার বাবা মাহবুবের নামে ৪৫ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেন। এরপর তার স্বামী আবার দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। তিনি ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।
এ ঘটনা জানার পর তার বাবা ও বড় ভাই গত ২৪ এপ্রিল সকালে তার স্বামীর বাড়ি যায় এবং স্থানীয় লোকজন নিয়ে সালিশ বৈঠক করেন। সালিশ বৈঠক চলাকালে তার স্বামীর নেতৃত্বে পরিবারের অন্যান্য লোকজন তাদের ওপর হামলা করে। একপর্যায়ে তারা ধারালো দা দিয়ে গৃহবধূর বাম কান কেটে দেয় এবং ওই অবস্থায় তাকে সন্তানসহ তাড়িয়ে দেয়।
পরে, স্থানীয় লোকজন ওই গৃহবধু ও তার বাবা এবং ভাইকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আজ সোমবার স্বামীসহ তিন জনের বিরুদ্ধে বাউফল থানায় এজাহার দেন ওই নারী।
Comments