ভারতের করোনা তহবিলে মোটা অঙ্কের টাকা দিলেন কামিন্স

করনো মহামারির দ্বিতীয় ঢেউ আসায় গত কয়েকদিন থেকেই খারাপ সময় পার করছে ভারত। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন ৩ লাখের বেশি মানুষ। দৈনিক মৃত্যু সংখ্যা তিন হাজারের কাছাকাছি পৌঁছেছে।
Pat Cummins
ছবি: আইপিএল ওয়েবসাইট

ভারতের করোনাভাইরাস পরিস্থিতির চরম অবনতি হওয়ায় ব্যক্তি উদ্যোগে এগিয়ে এসেছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলা এই পেসার ভারতের প্রধানমন্ত্রীর করোনা তহবিলে দিচ্ছেন ৫০ হাজার মার্কিন ডলার।

এই দানের কথা কামিন্স নিজের টুইটারে নিশ্চিত করেছেন। করনো মহামারির দ্বিতীয় ঢেউ আসায় গত কয়েকদিন থেকেই খারাপ সময় পার করছে ভারত। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন ৩ লাখের বেশি মানুষ। দৈনিক মৃত্যু সংখ্যা তিন হাজারের কাছাকাছি পৌঁছেছে।

এই অবস্থায় অক্সিজেন নিয়ে দেশটিতে তৈরি হয়েছে করোনা আক্রান্তদের হাহাকার। তাতে সহায়তার জন্যই নিজের এই অংশগ্রহণ বলে জানান কামিন্স, ‘খেলোয়াড় হিসেবে আমার সৌভাগ্য লক্ষ মানুষের কাছে পৌঁছে যাওয়ার। এই দায়বদ্ধতা থেকেই প্রধানমন্ত্রীর করোনা ফান্ডে অর্থ দিচ্ছি। যা অক্সিজেন সংগ্রহের কাজে লাগানো যেতে পারে।’

ভারতের করোনার এই রকম খারাপ অবস্থায় আইপিএল চলানো নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। কামিন্স সেখানে দ্বিমত জানিয়ে যুক্তি দিয়েছেন আইপিএল চালু রাখার, ‘অনেক মানুষ প্রশ্ন তুলেছেন, এই সময়ে আইপিএল আয়োজন কতটা যুক্তিযুক্ত। এই ব্যাপারে আমার মত হলো দ্বিতীয় ঢেউয়ের কারণে লকডাউন চলছে। অনেকেই গৃহবন্দি। তাই আইপিএলের কয়েকঘন্টার ম্যাচ তাদের কিছুটা মন ভাল রাখার কাজ করছে।’

গত বছর আইপিএলে ১৫ কোটি রুপি দিয়ে কামিন্সকে দলে ভেড়ায় কলকাতা। চলতি বছরই একই দলের হয়ে খেলছেন তিনি। 

Comments

The Daily Star  | English

Mob justice is just murder

Sadly, when one lynching can be said to be more barbaric than another, it can only indicate the level of depravity of some our university students

1h ago