কোভিড আক্রান্ত স্বামীকে বাঁচাতে স্ত্রীর প্রাণান্ত চেষ্টা
করোনা আক্রান্ত স্বামী তীব্র শ্বাসকষ্ট নিয়ে মারা যেতে চলেছেন। স্বামীকে একটু দম দিতে স্ত্রী তার মুখে মুখ লাগিয়ে শেষ চেষ্টা করছেন। ভারতের আগ্রায় এমন দৃশ্যের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ঘটনার বর্ণনা দিয়ে আজ সোমবার ইন্ডিয়া টুডে জানায়, আগ্রার একটি হাসপাতালের বাইরে অটোরিকশায় রবি সিঙ্ঘাল (৪৭) স্ত্রীর কোলেই মারা যান। স্বামীকে হাসপাতালে ভর্তি করার সময়টুকুও পাননি স্ত্রী।
উত্তর প্রদেশের আগ্রার আবাস বিকাশ এলাকার রবি সিঙ্ঘালের তীব্র শ্বাসকষ্ট শুরু হলে স্ত্রী রেনু সিঙ্ঘাল তাকে নিয়ে সরোজিনী নাইডু মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হন। অটোরিকশায় থাকতেই অবস্থার অবনতি হলে স্বামীকে বাঁচাতে মরিয়া হয়ে রেনু রবির মুখে মুখ লাগিয়ে শ্বাস নিতে সাহায্য করার চেষ্টা করেন।
স্বামীকে বাঁচাতে রেনুর প্রানান্ত চেষ্টার হৃদয়স্পর্শী ছবি শোকস্তব্ধ করেছে মানুষকে।
Comments