কুড়িগ্রামে বনবিড়ালের ৩ ছানা জঙ্গলে অবমুক্ত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধানখেত থেকে উদ্ধারের পর বনবিড়ালের তিনটি ছানা স্থানীয় জঙ্গলে অবমুক্ত করেছে বন বিভাগ।
Wild Cat.jpg
ধানখেতে দেখতে পেয়ে ছানাগুলোকে খাঁচায় আটকে রেখে উপজেলা বন কর্মকর্তাকে খবর দেন কৃষকরা। পরে সেগুলোকে জঙ্গলে অবমুক্ত করা হয়। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধানখেত থেকে উদ্ধারের পর বনবিড়ালের তিনটি ছানা স্থানীয় জঙ্গলে অবমুক্ত করেছে বন বিভাগ।

আজ সোমবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ফুলবাড়ী উপজেলা বন কর্মকর্তা নবীর হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘উদ্ধারকৃত বনবিড়ালের ছানাগুলো স্থানীয় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।’

জানা গেছে, অনন্তপুর কাউয়া ডুবির দোলা এলাকায় কৃষকরা পাকা ধান কাটছিলেন। সেসময় খেতের মধ্যে ছানাগুলোকে দেখতে পান তারা। পরে সেগুলোকে খাঁচায় আটকে রেখে উপজেলা বন কর্মকর্তাকে খবর দেওয়া হয়। বিকেলে বন কর্মকর্তার পরামর্শে ছানাগুলোকে পার্শ্ববর্তী জঙ্গলে অবমুক্ত করা হয়।

Comments