ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসিকে রংপুর রেঞ্জে বদলি
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিমকে বদলি করা হয়েছে। গতকাল সোমবার রাতে পুলিশ সদর দপ্তরের থেকে পাঠানো চিঠিতে তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইস উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বদলির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাধারণত রেঞ্জের বাইরে বদলি করা হয় না। তবে আব্দুর রহিমকে কেন বদলি করা হলো সে বিষয়ে আমি কিছু জানি না। এটি কর্তৃপক্ষের সিদ্ধান্ত।
গত বছরের ৩১ আগস্ট মো. আব্দুর রহিম ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ মার্চ হেফাজতে ইসলামের নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জন অফিস, সার্কিট হাউস ও জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ওই ঘটনার এক মাস পরে আব্দুর রহিমকে বদলি করা হলো।
Comments