টেকনাফে মালয়েশিয়াগামী ৩০ রোহিঙ্গা উদ্ধার, ট্রলার জব্দ

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ৩০ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে টেকনাফ উপকূলে বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল সৈকত থেকে তাদের উদ্ধার করা হয়।
Rohingya.jpg
উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে পাঁচ শিশুসহ পাঁচ জন পুরুষ ও ২০ জন নারী রয়েছেন। ছবি: স্টার

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ৩০ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে টেকনাফ উপকূলে বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল সৈকত থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে পাঁচ শিশুসহ পাঁচ জন পুরুষ ও ২০ জন নারী রয়েছেন। এসময় তাদের পরিবহন করা ট্রলারটি জব্দ করা হয়েছে।

কোস্টগার্ডের গণমাধ্যম বিভাগের কর্মকর্তা আমিরুল হক এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘উদ্ধারকৃত রোহিঙ্গারা কোস্টগার্ড ও পুলিশকে জানান যে, কুতুপালং ও বালুখালী ক্যাম্পের প্রায় অর্ধশত রোহিঙ্গা গত ২২ এপ্রিল টেকনাফ, উখিয়া ও কক্সবাজার উপকূলের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট নৌকায় করে একটি ট্রলারে উঠেন। গতকাল রাতে তাদের নিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেয় ট্রলার। রাতে ট্রলারটি সাগরে চক্কর দেয়। ডাকাত দল তাদের পিছু নিয়েছে এমন কথা বলে ট্রলারের মাঝি আজ সকালে ট্রলারটি বড় ডেইল এলাকার সৈকতে ভেড়ায়।’

আমিরুল হক বলেন, ‘ট্রলারটি তীরে ভিড়লে প্রায় ২০ জন পুরুষ ট্রলার থেকে নেমে পালিয়ে যান। পরে রোহিঙ্গা বোঝাই ট্রলার ভেড়ার খবর পেয়ে কোস্টগার্ড সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ওই ৩০ জন রোহিঙ্গাকে উদ্ধার এবং ট্রলারটি জব্দ করে।’

‘পরে খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি দলও সেখানে পৌঁছায়। ৩০ রোহিঙ্গার নাম ঠিকানা লিপিবদ্ধ করা হয়েছে,’ যোগ করেন তিনি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রোহিঙ্গারা মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে গত পাঁচ দিন ধরে সাগরে বোটের মধ্যে অবস্থান করছিলেন।’

তিনি বলেন, ‘এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ করে মানবপাচারে জড়িতদের চিহ্নিত করা হবে।’

‘উদ্ধারকৃত রোহিঙ্গারা বর্তমানে টেকনাফ থানায় পুলিশ হেফাজতে আছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাদের আশ্রয় ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে’, যোগ করেন ওসি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago