তামিম-মুশফিকের সঙ্গে ‘ফাইট’ হচ্ছে শরিফুলের
দলের সবচেয়ে কমবয়সী তিনি। সবচেয়ে ছটফটেও শরিফুল ইসলাম। আন্তর্জাতিক ক্রিকেটের কাছাকাছি এসে সবকিছুই রোমাঞ্চকর তার। শ্রীলঙ্কা সফরে প্রথমবার জায়গা পান টেস্ট দলে। এই আবহটাই ভিন্নভাবে দোলা দিচ্ছে বাঁহাতি পেসারকে। সেইসঙ্গে লাল বলে দেশের সেরা ব্যাটসম্যানদের নেটে পরীক্ষায়ও ফেলছেন তিনি। বিশেষ করে মুশফিকুর রহিম আর তামিম ইকবালের সঙ্গে তার লড়াই নাকি বেশ জম্পেশ।
শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা হবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও আগ্রাসী এই তরুণ অপেক্ষায় আরও বড় পরিসরে রাঙ্গাতে। সেজন্য নেটে নিজের সেরাটা দিচ্ছেন ঢেলে। সেখানেই দলের সফল দুই ব্যাটসম্যানের সঙ্গে নাকি তার তুমুল লড়াই চলছে, ‘ব্যাটসম্যানদের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে মুশফিক ভাইয়ের ব্যাটিং। তাকে এখনও আমি আউট করতে পারি নাই। যেকোনো খেলায় তার উইকেট নেয়া আমার একটা ইচ্ছা। মুশফিক ভাই আর তামিমের ভাইয়ের ব্যাটিং ভালো লাগে। আমি আগে দেখতাম তাদের খেলা। এখন তাদের সঙ্গে খেলছি, তাদেরকে বল করছি এটা ভালো লাগছে। তাদের সাথে ভালোই ফাইট হচ্ছে নেটের ভেতরে।’
বাংলাদেশের হয়ে এখনো পর্যন্ত কেবল টি-টোয়েন্টিতেই অভিষেক হয়েছে শরিফুলের। অপেক্ষায় আছেন ওয়ানডে আর টেস্ট অভিষেকের। তবে আসল খেলায় নামার আগেই তার আঁচ পেয়ে রীতিমতো রোমাঞ্চিত তিনি, ‘প্রথমবারের মতো ১৪ জনের দলে ছিলাম আর এতো কাছ থেকে টেস্ট ক্রিকেট আমি কখনও দেখি নাই। তো আমার জন্য একটু রোমাঞ্চকর ছিল। টেস্ট খেলাটা আসলে মজার খেলা। প্রতি সেশনে সেশনে গতিবিধি বদল হয়। একেকরকম বার্তা পাঠানো হয়। তো আমি খুব উত্তেজিত ছিলাম। মনে হয় নাই যে আমি ম্যাচের বাইরে আছি। মনে হয়েছে যে আমি ম্যাচের মধ্যেই আছি।’
Comments