ভ্যাকসিন কিনতে বাংলাদেশকে এডিবির ঋণ ৯৪০ মিলিয়ন ডলার

করোনাভাইরাসের ভ্যাকসিন কেনার জন্য বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আজ বুধবার সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আউটলুক প্রকাশ অনুষ্ঠানে কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এ কথা জানিয়েছেন।
ADB_28Apr21.jpg
এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ

করোনাভাইরাসের ভ্যাকসিন কেনার জন্য বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আজ বুধবার সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আউটলুক প্রকাশ অনুষ্ঠানে কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এ কথা জানিয়েছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পৃথিবীজুড়ে করোনার ভ্যাকসিনের সংকট রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিন ভ্যাকসিন আমদানির ক্ষেত্রে আমরা সহায়তা করবো। ভারত ছাড়াও দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ড ভ্যাকসিন উৎপাদন করছে। সেসব দেশ থেকে আমদানির বিষয়টি বিবেচনা করা যেতে পারে।’

করোনার ভ্যাকসিন সংকট প্রেক্ষাপটে তিনি বলেন, বাংলাদেশের অনেক কোম্পানির সক্ষমতা রয়েছে। তাই দেশে ভ্যাকসিন উৎপাদনে জোর দিতে বলেছেন মনমোহন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি পাঁচ দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট শতাংশ হতে পারে।

যদিও প্রবৃদ্ধি ছয় দশমিক আট শতাংশ হতে পারে বলে প্রাক্কলন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তবে এই আউটলুক প্রস্তুত করা হয়েছিল মার্চের আগে। তখনো করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়নি। তাই করোনার প্রভাবের ওপর নির্ভর করছে প্রবৃদ্ধি, বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago