মেসিকে নেইমারের ১০ নম্বর জার্সিসহ 'অতুলনীয়' প্রস্তাব দিচ্ছে পিএসজি!
চুক্তি অনুযায়ী আর মাত্র দুই মাস বার্সেলোনার খেলোয়াড় লিওনেল মেসি। এরপরই ফ্রি এজেন্ট হয়ে যাবেন এ তারকা ফুটবলার। তার জন্য নতুন চুক্তির প্রস্তাব দেওয়া এখন উন্মুক্তই সব দলের জন্য। আর সে সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে চাইছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বেশ কিছু লোভনীয় প্রস্তাব যা অন্য কোনো দলের পক্ষে ছাপিয়ে যাওয়া অসম্ভব বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম টিএনটিস্পোর্টস।
পিএসজির মালিকানা পাওয়ার পর থেকেই মেসিতে চোখ দিয়েছিলেন নাসের আল খেলাইফি। বেশ কয়েকবারই বড় অঙ্কের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাকে টলাতে পারেননি। বার্সায় থেকেই যাওয়ায় ভালো সিদ্ধান্ত মনে করেছিলেন মেসি। পরে তাকে না পেয়ে নেইমারকে হস্তগত করে তারা। কিন্তু মেসিকে পাওয়ার ইচ্ছা এখনও রয়েছে ক্লাবটির। যে কারণে ফের আরেকবার চেষ্টা করতে যাচ্ছে দলটি।
সংবাদে জানানো হয়েছে, মেসির জন্য নতুন দুই বছরের প্রস্তাব দিতে যাচ্ছে পিএসজি। সঙ্গে থাকছে আরও এক বছরের ঐচ্ছিক প্রস্তাব। সবচেয়ে বড় কথা তার বেতন-ভাতা নিয়ে অর্থাৎ আর্থিকভাবে তাকে এমন প্রস্তাব দিতে যাচ্ছে যা ছাপিয়ে যাওয়া অন্য যে কোনো দলের জন্য অসম্ভব বলেই জানিয়েছে তারা। বিশেষ করে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এ সময়ে তো নয়ই। পাশাপাশি নেইমার কাছ থেকে নিয়ে তার প্রিয় ১০ নম্বরের জার্সিও দেওয়া হচ্ছে এ আর্জেন্টাইনকে।
এছাড়া মেসি যে জিনিসটা বেশি চান সেতার নিশ্চয়তা দিতে পারছে ক্লাবটি। বরাবরই শিরোপা জয়ের জন্য উন্মুখ হয়ে থাকেন এ তারকা। পিএসজির সাম্প্রতিক পারফরম্যান্সে যা তাকে সন্তুষ্ট করতে পারে। চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের ফাইনালিস্ট দলটি। চলতি আসরেও সেমি-ফাইনালে এরমধ্যেই নাম লিখিয়েছে তারা। এছাড়া দলের আছেন প্রিয় বন্ধু নেইমার ও জাতীয় দলের সতীর্থ আনহেল দি মারিয়া, লিয়েন্দ্রো পারাদেস ও মাউরো ইকার্দিরা।
এর আগে মেসি বার্সেলোনা ছাড়তে নারাজ হলেও সাম্প্রতিক সময়ে প্রেক্ষাপট অনেক বদলে গেছে। ক্লাবটিতে আর আগের মতো সুখে নেই এ আর্জেন্টাইন তারকা। চলতি মৌসুমের শুরুতে তো বার্সা ছাড়ার জন্য উঠেপড়ে লেগেছিলেন তিনি। কিন্তু রিলিজ ক্লজের ৭০০ মিলিয়নের বাঁধায় তাকে এক প্রকার জোর করেই আটকে রাখেন ক্লাবটির সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। তবে আগামী মৌসুমে অন্য কোনো দলে যাওয়ার সম্ভাবনাটা জোরালো হয়েছে অনেকটাই।
তবে বার্সেলোনার নতুন সভাপতি হিসেবে হুয়ান লাপোর্তা নির্বাচিত হওয়ায় হাওয়া আবার কিছুটা বদলের আভাস মিলেছে। মেসির সঙ্গে বেশ সখ্যতা রয়েছে এ সভাপতির। এছাড়া ক্লাবটির সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো। এরমধ্যেই কোপা দেল রে জয় করেছে দলটি। লা লিগা শিরোপা জয়ের লড়াইতেও এগিয়ে আছে দলটি। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত নিজের ভবিষ্যৎটা কোথায় খুঁজে নেন রেকর্ড ছয় বারের ব্যলন ডি'অর জয়ী এ তারকা।
Comments