টাকা নিয়ে দ্বন্দ্বে লালমনিরহাটে যুবককে পিটিয়ে হত্যা, আটক ১
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শাহীন মিয়া (৩৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। পুলিশ জানিয়েছে, জমি বিক্রির মধ্যস্থতাকারীদের মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড হয়েছে। শাহীন মিয়া পাটগ্রাম পৌরসভার বানিয়াটারী এলাকার সুলতান আলীর ছেলে।
আজ বুধবার দুপুরে পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, সুলতান আলীর আরেক ছেলে আব্দুল কাদের জমি বিক্রির মধ্যস্থতা করেন। সম্প্রতি তিনি একই এলাকার মৃত আবু হানিফের ছেলে বুলু মিয়ার জমি বিক্রিতে মধ্যস্থতা করেন। সেই কাজের জন্য তিনি বুলু মিয়ার কাছে ৫০ হাজার টাকা দাবি করেছিলেন। এ নিয়ে গতকাল রাতে বুলু ও তার সহযোগীদের সঙ্গে কাদের ও তার সহযোগীদের সংঘর্ষ হয়। কাদেরকে উদ্ধার করতে গিয়ে শাহীন মিয়া গুরুতর আহত হন। পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই শাহীনের মৃত্যু হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।’
Comments