কুড়িগ্রাম

সাধারণ মানুষের হাতে ইফতার তুলে দিচ্ছে ‘মেঠোজন’

ছবি: সংগৃহীত

পবিত্র রমযান মাসে কুড়িগ্রামের সাধারণ মানুষের হাতে ইফতার তুলে দিচ্ছে স্থানীয় সংগঠন ‘মেঠোজন’। প্রতিদিন বিকেলে শহরের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে ইফতার আয়োজন বা কেনার সামর্থ্য নেই এমন প্রান্তিক মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন এ সংগঠনের সদস্যরা।

শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠ সংগঠনের সদস্যদের মিলনস্থল। সেখানে বসেই তারা ইফতারের খাবার তৈরি করেন। রান্নাসহ খাবারের বিভিন্ন সামগ্রী কেনা থেকে শুরু সবকিছু তারা নিজেরাই করেন। সংগঠনটি সদস্যরা নিজেদের সামর্থ্য অনুযায়ী ইফতারের ব্যবস্থা করেন। ইফতারের তালিকায় কখনো ভুনা খিচুড়ি, কখনো ডাল-ভাত, কখনো বিরানি,  আবার কখনো মাংস-ভাত থাকে। তারা প্রতিদিন প্রায় চারশ থেকে পাঁচশ প্যাকেট ইফতার তুলে দেন সাধারণ মানুষের হাতে।

মেঠোজনের অন্যতম সংগঠক পারভেজ ইবনে সুলতান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রমজান মাসে নিম্ন আয়ের মানুষকে খাবার দেওয়া সেবামূলক কাজ। আমরা ইফতার দিয়ে এসব সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’

মেঠোজনের সভাপতি ইউসুফ আলমগীর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুর্যোগে-দুর্ভোগে সাথে আছি আমরা’ এই শ্লোগানকে ধারণ করে আমরা মানবিক কাজ করছি। দেশের বিভিন্ন প্রান্তের সামাজিক সংগঠনগুলো এমন মানবিক কাজে এগিয়ে আসবে বল আমার বিশ্বাস। তাহলে, রমজান ও করোনাকালে সমাজের অসহায় মানুষ উপকৃত হবেন।

স্থানীয় সামাজিক সংগঠন ‘মেঠোজন’ নানান প্রাকৃতিক দুর্যোগের সময়ও জেলার নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে থাকে। এই সংগঠনটির শুরু হয় লোক সংস্কৃতির সংরক্ষণ, বিকাশ ও পৃষ্ঠপোষকতার উদ্দেশ্য নিয়ে। তবে, কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের বন্যা, নদী ভাঙনসহ প্রাকৃতিক দুর্যোগে তারা এগিয়ে আসেন। এছাড়া, চলমান করোনা মহামারিতেও সংগঠনটির সদস্যরা সাধারণ মানুষকে সহযোগিতা করছেন।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

Institutionalise democracy, stay united

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

2h ago