রাজশাহীতে সাড়ে ৪ লাখ টাকার নকল প্রসাধনী উদ্ধার
রাজশাহীতে নকল প্রসাধনীর কারখানায় অভিযান চালিয়ে সাড়ে চার লাখ টাকার নকল প্রসাধনী উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
আজ বুধবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস গোয়েন্দা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদেরভিত্তিতে সাগরপাড়া কাঁচাবাজার এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়। বাড়ির নিচতলা থেকে নকল প্রসাধনী ও তৈরির মালামাল উদ্ধার করা হয়। ওই বাড়িতে নকল প্রসাধনী সামগ্রী তৈরির কারখানা গড়ে তোলা হয়েছিল।
তিনি আরও জানান, এ সময় ওই বাসার ভাড়াটিয়া শওকত আলীর রুম থেকে বিভিন্ন প্রকার দেশি-বিদেশি কোম্পানির মোড়কযুক্ত বিপুল পরিমাণ নকল প্রসাধনীর মজুদ পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা। ব্যবসায়ী এবং প্রসাধনী প্রস্তুতকারী শওকত আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে রাজশাহী গোয়েন্দা পুলিশের একটি দল।
এর আগে, গত ২৩ এপ্রিল রাজশাহীর ভদ্রা এলাকায় নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে ৭১ লাখ টাকার নকল ওষুধসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়।
Comments