গার্দিওলার ঘুম কেড়ে নিয়েছেন এমবাপে-নেইমার

guardiola
ছবি: টুইটার

বর্তমান সময়ের অন্যতম দুই ফুটবলার নেইমার ও কিলিয়ান এমবাপে। এ দুই জনই খেলেন ফরাসি দল প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। সেই দলটির বিপক্ষে রাতেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লক্ষ্যে প্রথম লেগের ম্যাচে মাঠে নামছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। হালের সেরা তারকাদের বিপক্ষে খেলতে নামার দুশ্চিন্তায় স্বাভাবিকভাবেই রাতে ঠিকভাবে ঘুমাতে পারেননি এ কোচ।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তাই প্রতিপক্ষের আক্রমণভাগের উচ্ছ্বসিত প্রশংসাই করলেন গার্দিওলা, 'তদের আক্রমণভাগ একটু বেশিই ভালো। গত রাতে আমি শুধু তখনই একটু ভালোভাবে ঘুমাতে পেরেছি, যখন তাদেরকে নিয়ে ভাবিনি। এটাই বাস্তবতা। তারা শীর্ষ মানের খেলোয়াড়। এই কারণে তারা এমন মানসম্পন্ন দলে খেলে। তাদের থামানোর চেষ্টা করতে আমরা প্রস্তুত। সবাই মিলে তাদের আটকাতে হবে, ভালো ফুটবল খেলতে হবে এবং গোল করার চেষ্টা করতে হবে।'

এমবাপে কতোটা ভয়ঙ্কর হতে পারেন তা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বেই টের পেয়েছে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের মতো দল। আসরে এখন পর্যন্ত আট গোল করেছেন এমবাপে। শেষ ষোলোয় প্রথম লেগে বার্সেলোনার মাঠে করেছেন হ্যাটট্রিক। ফিরতি ম্যাচে দলের একমাত্র গোলটি আসে তার কাছ থেকেই। আর কোয়ার্টার-ফাইনালে বায়ার্নের মাঠে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে দুটি গোল করেছেন এ তরুণ।

অন্যদিকে ইনজুরির কারণে অবশ্য বার্সার বিপক্ষে কোনো লেগেই খেলতে পারেননি নেইমার। কিন্তু তিনিও যে কতোটা ভয়ঙ্কর খেলোয়াড় তা বিশ্ব ফুটবলে পরীক্ষিত। গ্রুপ পর্বে ৬ গোল করেছিলেন এ ব্রাজিলিয়ান। তবে বায়ার্নের বিপক্ষে ফিরলেও জালের দেখা মিলেনি। এছাড়া দারুণ ছন্দে থাকা আনহেল দি মারিয়াও মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারেন। এমন আক্রমণভাগের বিপক্ষে খেলতে নামার আগে দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক।

Comments

The Daily Star  | English

JP, Gono Odhikar clash in Kakrail

Leaders and activists of Jatiya Party and Gono Odhikar Parishad clashed in front of the former’s central office in the capital’s Kakrail yesterday.

2h ago