হেফাজত নেতা হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী গ্রেপ্তার
হেফাজত নেতা হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে ঢাকার ভাটারা এলাকার ওয়াসা মোড় থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী জোনের উপপুলিশ কমিশনার মো. আ. আহাদ পিপিএম (বার) দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হেফাজত নেতা হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে (৪৩) আজ বুধবার সন্ধ্যা সাতটা ২০ মিনিটের দিকে ভাটারা থানাধীন ওয়াসা মোড় থেকে গ্রেপ্তার করে ডেমরা জোনাল গোয়েন্দা পুলিশের একটি দল।
তিনি আরও জানান, গ্রেপ্তার হেফাজত নেতার বিরুদ্ধে দেশব্যাপী হেফাজত ইসলামের তাণ্ডবে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সহিংসতায় উপস্থিতসহ ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের সহিংসতায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ আছে।
অভিযানের নেতৃত্ব দেওয়া ডেমরা জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজহারুল ইসলাম মুকুল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘তিনি নিজেকে হেফাজতের সাবেক কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য হিসেবে দাবি করেছেন। আমরা তার পরিচয় যাচাাই-বাছাই করছি। আমরা জানতে পেরেছি হেফাজতের কেন্দ্রীয় কমিটির সদস্যদের সংগঠন রাবেয়াতুল ওয়াজিন বাংলাদেশের অন্যতম নিয়ন্ত্রক ছিলেন তিনি।’
Comments