আরমানিটোলায় দম্পতি দগ্ধ: স্বামী আশিকুজ্জামানের মৃত্যু
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় কেমিক্যালের গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ আশিকুজ্জামান খান মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আশিকুজ্জামান ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গত রাত পৌনে ১২টার দিকে মারা গেছেন। তিনি ভেন্টিলেশনে ছিলেন। তার স্ত্রী মুনা সরকার এখনো ভেন্টিলেশনেই আছেন।’
গত ২৩ এপ্রিল ভোররাতে আরমানিটোলায় ছয়তলা একটি ভবনের নিচতলায় কেমিক্যালের গোডাউনে আগুন লাগে। এতে চার জনের মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত ২৩ জন।
নিহতরা হলেন— ভবনের কেয়ারটেকার অলিউল্লাহ (৭০), নিরাপত্তা কর্মী রাসেল (২৭), কবির (২৭) ও সুমাইয়া (২২)।
অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছিলেন নবদম্পতি আশিকুজ্জামান খান ও মুনা সরকার। এরপর থেকে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশনে রাখা হয়।
Comments