ম্যানসিটির গোলদুটো ছিল দুর্ঘটনা: পিএসজি কোচ
ম্যাচের শুরুটা যেভাবে হলো শেষটা সেভাবে করতে পারলো না পিএসজি। প্রথমার্ধে এগিয়ে থাকা দলটি দ্বিতীয়ার্ধে হজম করে দুটি গোল। তাতে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে ফরাসি ক্লাব পিএসজির। কিন্তু সিটির দুটি গোলকেই স্রেফ দুর্ঘটনা বললেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো।
বুধবার রাতে পার্ক দে প্রিন্সেসে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ২-১ গোলে পিএসজিকে হারিয়ে দিয়েছে ম্যানসিটি। মার্কুইনহোসের গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন কেভিন ডি ব্রুইন। আর জয়সূচক গোলটি আসে রিয়াদ মাহরেজের ফ্রি-কিক থেকে।
তবে ডি ব্রুইনের যে শটে গোল আসে, সেটা লক্ষ্যভেদের উদ্দেশ্যে করেননি। ডি-বক্সে সতীর্থকে লক্ষ্যভেদ করার জন্য বলের জোগান দিয়েছিলেন। কিন্তু কেউই বলে মাথা কিংবা পা ছোঁয়াতে পারেননি। বল সোজা চলে যায় জালে। অবশ্য চাইলেই ঠেকাতে পারতেন পিএসজি গোলরক্ষক কেইলর নাভাস। হয়তো ভেবেছিলেন হয়তো সিটির কোনো খেলোয়াড় বলের দিক বদলে দিবেন। আর সেটা ধরতে যাবেন ভেবেই দেরি করে ফেলেন। পরে আর শেষ রক্ষা করতে পারেননি।
আর মাহরেজের দ্বিতীয় গোলটির দায় নিতে হবে পিএসজি খেলোয়াড়দের যারা মানব দেয়াল তৈরি করেছিলেন। প্রেসনেল কিম্পেম্বে ও লেয়ান্দ্রো পারদেসের মধ্যবর্তী ফাঁকা জায়গা দিয়ে হয় গোল।
আর দুটি ভুল থেকে গোল হজম করে হোম ম্যাচ হেরে বসে পিএসজি। স্বাভাবিকভাবেই হতাশ ঝরে কোচ পচেত্তিনোর কণ্ঠে, 'আমি মনে করি আমরা এগিয়ে থেকে ড্রেসিংরুমে যাওয়ার যোগ্য ছিলাম, তবে (দ্বিতীয়ার্ধে) তারা আমাদের চেয়ে ভালো ছিল। তারা আধিপত্য বিস্তার করেছিল। তবে আপনি যদি (তাদের) গোলগুলো দেখেন এ দুটি ছিল দুর্ঘটনা।'
দ্বিতীয়ার্ধে প্রায় একচেটিয়া ফুটবল খেলেছে সিটি। সেটা অস্বীকার করেননি পিএসজি কোচ। তবে প্রথমার্ধে নিজেরাই প্রাধান্য বিস্তার করেছেন জানিয়ে দিলেন এ কোচ, 'তবে শেষ পর্যন্ত, তারা দ্বিতীয়ার্ধে আরও বেশি আধিপত্য বিস্তার করেছিল এবং তারা আমাদের চেয়ে আরও বেশি সুযোগ তৈরি করেছে। প্রত্যেক দলের জন্য একটি অর্ধ ছিল।'
ম্যাচের ফলাফলে হতাশ হলেও ফিরতি ম্যাচে ভালো কিছু করার প্রত্যয় ঝরে পচেত্তিনোর কণ্ঠে, 'দুটি গোল নিয়ে আমরা খুব হতাশ। খেলোয়াড়রা, আমরা, সবাই। সেমিফাইনালের মতো ম্যাচে এমন কিছু ঘটলে তা মেনে নেওয়া কঠিন এবং এটি সত্যিই বেদনাদায়ক। ফুটবলে আপনাকে বিশ্বাস করা দরকার। আপনাকে ছয় (দিনে) সেখানে যেতে হবে এবং আজকের মতোই কাজ করে যেতে হবে - জিততে হবে, গোল করতে হবে, একই চেষ্টা করতে হবে। ম্যানচেস্টার সিটি এগয়ে থাকায় আমরা কিছুটা (সমস্যার মধ্যে) পড়েছি তবে ফুটবলে আপনাকে সর্বদা চেষ্টা করতে হবে।'
Comments