ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় আরও ৪ জন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ থেকে ২৮ মার্চ এই তিন দিনে হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থকদের সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত মোট ৩৮৯ জনকে গ্রেপ্তার করা হলো।
স্টার অনলাইন গ্রাফিক্স

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ থেকে ২৮ মার্চ এই তিন দিনে হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থকদের সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত মোট ৩৮৯ জনকে গ্রেপ্তার করা হলো।

গতকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জেলা পুলিশের বিশেষ শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইস উদ্দিন জানান, হেফাজতে ইসলামের চালানো তাণ্ডবের ঘটনায় ৪১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩৯ হাজার জনের বিরুদ্ধে চারটি থানায় মোট ৫৬টি মামলা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি, সরাইল থানায় দুটি এবং আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা করা হয়। এখন পর্যন্ত ৫৬টি মামলায় মোট ৩৮৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পুলিশ জানায়, হেফাজতে ইসলামের আহ্বানে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা গত ২৬, ২৭ ও ২৮ মার্চ জেলা শহরসহ তিনটি উপজেলায় ব্যাপক হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতা চালিয়েছে। তারা পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ লাইনস, হাইওয়ে থানা, পুলিশ ফাঁড়ি, রেল স্টেশনসহ অন্তত ৫৮টি সরকারি ও বেসরকারি স্থাপনা ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেয়। ঘটনার সময় ধারণ করা স্থির চিত্র এবং সিসিটিভি ক্যামেরা ফুটেজ যাচাই-বাছাই করে অভিযুক্তদেরকে শনাক্ত করা হচ্ছে।

আরও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: গুজব ছড়ানোর অভিযোগে ২ ইমাম গ্রেপ্তার

‘রণক্ষেত্র’ ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

১২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী রেল যোগাযোগ স্বাভাবিক

গ্যাস নেই ব্রাহ্মণবাড়িয়া শহরে, দুর্ভোগ সীমাহীন

ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ, রেলস্টেশন ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় মামলা ৩, আসামি ৬৫০০

ময়নাতদন্ত ছাড়াই দাফন ব্রাহ্মণবাড়িয়ায় নিহত আশিকের

সরাইলে ফাঁড়িতে হামলা, ১৫ পুলিশ সদস্য আহত

হরতাল চিত্র

ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানা ও পুলিশ লাইনে হামলা, গুলিতে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি অফিস, গণগ্রন্থাগার, আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে আগুন

ব্রাহ্মণবাড়িয়া: নিহত বেড়ে ৬ হেফাজতের হরতালে দোকান ও যান চলাচল বন্ধ

উচ্ছৃঙ্খলতা বন্ধ করুন, নইলে কঠোর অবস্থান নেবে সরকার: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যারিকেড: ঢাকা-চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী ট্রেন চলাচল বন্ধ

আবারও পোড়ানো হলো ‘সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন’

Comments

The Daily Star  | English

USAID to provide $202 million in grant to Bangladesh

The United States Agency for International Development (USAID) will provide $202.25 million in aid to Bangladesh as part of the Development Objective Grant Agreement

14m ago