অযথা রাস্তায় ঘোরাঘুরি, ২০ মিনিট রোদে বসিয়ে রেখে মাস্ক উপহার

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে রাস্তায় ঘোরাঘুরি বন্ধে চুয়াডাঙ্গায় ৩০ যুবককে ‘শাস্তি’ দিয়েছে আলমডাঙ্গা থানা পুলিশ।
Chuadanga_Punishment_29Apri.jpg
করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে রাস্তায় ঘোরাঘুরি বন্ধে চুয়াডাঙ্গায় ৩০ যুবককে ‘শাস্তি’ দিয়েছে আলমডাঙ্গা থানা পুলিশ। ছবি: সংগৃহীত

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে রাস্তায় ঘোরাঘুরি বন্ধে চুয়াডাঙ্গায় ৩০ যুবককে ‘শাস্তি’ দিয়েছে আলমডাঙ্গা থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে পর্যায়ক্রমে ৩০ যুবককে স্বাস্থ্যবিধি মেনে থানা চৌহদ্দিতে ২০ মিনিট করে রোদে বসিয়ে রাখা হয়। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনগণকে সচেতন করতে জেলা পুলিশ নানা কর্মসূচি পালন করছে। আলমডাঙ্গার বিভিন্ন জায়গায় আজ আমরা মাস্ক বিতরণ করেছি। সে সময় রাস্তায় অসংখ্য মানুষ পাওয়া গেছে যারা মাস্ক ছাড়াই বাড়ি থেকে বের হয়েছেন।’

‘আমরা যখন জানতে চেয়েছি কেন তারা রাস্তায়, অধিকাংশ মানুষই কোনো উত্তর দিতে পারেননি। তারা এমনিতেই বের হয়েছেন। এদের মধ্যে কেউ কেউ বিরক্তির উদ্রেগ ঘটায় এমন আচরণ করেছে। তাদের আটক করে থানা চত্বরে স্বাস্থ্যবিধি মেনে প্রায় ২০ মিনিট রোদে বসিয়ে রাখা হয়েছিল। এরপর তাদের মাস্ক উপহার দিয়ে বাড়ি যেতে বলা হয়েছে’— বলেন তিনি।

পুলিশের এই কার্যক্রমকে ইতিবাচকভাবে নিয়েছেন সাধারণ মানুষ। আলমডাঙ্গা বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী মোনারুল ইসলাম লালন বলেন, ‘শাস্তির ব্যবস্থা না করলে মানুষ সতর্ক হবে না।’

একই মত দেন চুয়াডাঙ্গার একটি কলেজের শিক্ষক মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘পুলিশের এই কার্যক্রমকে স্বাগত জানাই। এটা ঠিকই করা হয়েছে। দেশে করোনা সংক্রান্ত পর্যাপ্ত প্রচার-প্রচারণা চলছে, তবু সাধারণ মানুষের মধ্যে সচেতনতা দেখা যাচ্ছে না।’

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago