রাজশাহীর দুর্গাপুরে মাস্ক না পরায় রোদে বসিয়ে শাস্তি

ছবি: সংগৃহীত

রাজশাহীতে করোনার সংক্রমণ রোধে ‘সর্বাত্মক’ লকডাউনে স্বাস্থ্যবিধি নিশ্চিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পুলিশ। এ উদ্যোগের অংশ হিসেবে মুখে মাস্ক না পরে বের হওয়ায় ১০ জনকে শাস্তি হিসেবে ১০-১৫ মিনিট রোদে বসিয়ে রাখে পুলিশ।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দুর্গাপুর সদর বাজারের বিভিন্ন স্থানে এভাবে অসচেতনদের শাস্তি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলী দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, এদিন সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মাস্ক বিতরণ কর্মসূচি পালনের সময়, যারা মাস্ক বাদে চলাফেরা করছেন তাদেরকে এ শাস্তির আওতায় আনা হয়।

শাস্তির পাশাপাশি তাদেরকে মাস্ক উপহার দেওয়া হয় বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশ কঠোর অবস্থান আছে। মাস্ক ছাড়া বের হওয়ায় পথচারীদের ১০ মিনিট মাস্ক পরিয়ে রাস্তায় বসিয়ে রেখে সাময়িক শাস্তি দেওয়া হয়েছে। এটা মূলত সচেতনতার জন্য করা হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ থেকে সাধারণ মানুষ শিক্ষা নেবেন ও নিয়মিত স্বাস্থ্যবিধি মানবেন বলে আশা করি।’

 

Comments

The Daily Star  | English

Portfolios of 7 advisers redistributed in major shakeup

Sk Bashir Uddin gets commerce, textile ministries; Farooki gets cultural affairs ministry

2h ago