সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা করোনামুক্ত

রাজশাহী-২ (রাজশাহী মহানগর শহর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা করোনামুক্ত হয়েছেন। তার সর্বশেষ নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে।
বাদশা দু’সপ্তাহের বেশি সময় ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। করোনা রিপোর্ট নেগেটিভ আসায় আজ তার হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।
মুঠোফোনে ফজলে হোসেন বাদশা নিজেই দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘হাসপাতাল থেকে মুক্তি পেলে আগে রাজশাহীতে ফিরব।’
এর আগে, গত ১৪ এপ্রিল বাদশা ঢাকা থেকে রাজশাহীতে ফিরে করোনায় আক্রান্ত হন। পরের দিন তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়।
তিনি বলেন, ‘আমি এখন পুরোপুরি সুস্থতা বোধ করছি। আমি রাজশাহী ফিরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার সব স্বাস্থ্য রিপোর্ট সন্তোষজনক এবং ডাক্তারদের একটি বোর্ড আমাকে হাসপাতাল থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
Comments