মুম্বাইয়ে ভ্যাকসিন সংকট, ৩ দিন টিকা দেওয়া বন্ধ

মুম্বাইয়ে ভ্যাকসিন স্বল্পতার কারণে আজ শুক্রবার থেকে আগামী ২ মে পর্যন্ত টিকা দেওয়া পুরোপুরি বন্ধ থাকবে।
আজ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়ে।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল গ্রেটার মুম্বাই মিউনিসিপাল করপোরেশন এক নোটিশে ভ্যাকসিন স্বল্পতার কথা উল্লেখ করে টিকা দেওয়া বন্ধ রাখার কথা জানিয়ে।
এতে আরও বলা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউ রোধে আগামীকাল শনিবার থেকে ভারতজুড়ে ১৮ বছর থেকে ৪৫ বছর বয়সীদের টিকা দেওয়ার ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।
তবে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় এই কর্মসূচি পিছিয়ে যেতে পারে বলেও এতে মন্তব্য করা হয়েছে।
হাতে ভ্যাকসিন এলে তা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে সবাইকে জানিয়ে দেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
Comments